আজকাল ওয়েবডেস্ক: শ্বশুরবাড়িতে নির্মম শারীরিক নির্যাতনের শিকার বধূ। তাঁর অভিযোগ, শাশুড়ি গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে এবং শ্বশুর যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে নির্যাতন করেছেন তাঁকে। শ্বশুরবাড়ি থেকে পালিয়েই থানায় অভিযোগ দায়ের করেছেন যুবতী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড়ে। যুবতী জানিয়েছেন, ১৩ ডিসেম্বর তিনি শ্বশুরবাড়িতে ছিলেন। আচমকা এক প্রতিবেশী যুবক ঘরে ঢুকে, তাঁকে যৌন হেনস্থা করেন। তখনই ঘরে ঢোকেন ননদ। সেই অবস্থায় বধূকে দেখে তাঁর ধারণা হয়, নিশ্চয়ই প্রতিবেশী যুবকের সঙ্গে তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। এ ঘটনার পরেই বধূকে চরম শারীরিক নির্যাতন করতে শুরু করেন সকলে।
যুবতী জানিয়েছেন, তাঁকে বেধড়ক মারধর করতেন স্বামী, শাশুড়ি ও শ্বশুর। একাধিকবার শাশুড়ি তাঁকে গরম খুন্তির ছ্যাঁকা দিতেন সারা শরীরে। যৌনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে, লোহার রড ঢুকিয়ে নির্যাতন করতেন শ্বশুর। তাঁদের সকলের বিরুদ্ধেই থানায় অভিযোগ জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, যুবতীর অভিযোগের ভিত্তিতে শ্বশুর, শাশুড়ি, স্বামী এবং প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর তাঁরা সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
