আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে প্রতিটি ভারতীয়র কাছে আধার কার্ড রয়েছে। তবে কখনও যদি ভুলে যান আপনার আধার কার্ডে কোন মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে তাহলে কী করবেন। যদি মনে না পড়ে তাহলে চিন্তা করার কিছুই নেই। বেশ কয়েকটি পথ রয়েছে যেখান থেকে আপনি জানতে পারবেন আপনার কোন মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে। 

 


প্রথমে আধার কার্ডের ওয়েবসাইটে যেতে হবে। এরপর মাই আধার সেকশনে গিয়ে আধার সার্ভিসে ক্লিক করতে হবে। সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন ভ্যারিফাই ইমেল, মোবাইল অপশনটি রয়েছে। 


এরপর একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে লেখা থাকবে ভ্যারিফাই মোবাইল নম্বর। সেখানে নিজের ১২ ডিজিটের আধার নম্বরটি দিতে হবে। এর সঙ্গে একটি ক্যাপচা দিতে হবে।


যদি আপনার নম্বরটি ভ্যারিফাই হয়ে থাকে তাহলে সেখান থেকেই আপনি সেটি জানতে পারবেন। আর যদি ভ্যারিফাই না হয়ে থাকে তাহলে আপনার আধার নম্বরটি সেখানে মিল হবে না। সেটিও আপনি জানতে পেরে যাবেন। 

 


যদি আপনি অনলাইনের সঙ্গে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে আপনি এই পথ বেছে নিতে পারেন। নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে গিয়ে নিজর মোবাইল নম্বর এবং আধার নম্বরটি দিতে হবে। যে ব্যক্তি সেখানে রযেছে সে অতি সহজেই আপনাকে সঠিক তথ্য প্রদান করবে।