আজকাল ওয়েবডেস্ক: প্রথম চেষ্টায় নিট পাশ করেছেন তিনি। পেয়েছেন অভাবনীয় সাফল্য। কে সেই ব্যক্তি? রাজস্থানের সিকার জেলার বাসিন্দা নলিন খান্ডেলওয়াল ৭২০-এর মধ্যে পেয়েছেন ৭০১ নম্বর। এই স্কোর নিয়েই শীর্ষস্থান পেয়েছেন তিনি। জানা গিয়েছে, ২০১৯ সালের কৃতী নলিন খান্ডেলওয়াল। তিনি নয়া দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে যান। এই মুহূর্তে তিনি কোর্সের শেষ বর্ষে রয়েছেন। বর্তমানে তিনি কাজ করছেন মেডিকেল কলেজের ইন্টার্ন হিসেবে।

 

 

কীভাবে এই সাফল্য পেলেন তিনি? জানা গিয়েছে, প্রতিদিন প্রায় ১২-১৩ ঘন্টা পড়াশোনা করতেন নলিন। অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের জয়পুর কেন্দ্রে প্রতিদিন যেতেন ছ'ঘন্টা করে। এর পাশাপাশি বাড়িতে তিনি ছয় থেকে সাত ঘন্টা নিজের পড়ার কাজও চালাতেন।

 

 

কঠোর অধ্যবসায়ের মধ্যে নিজেকে রাখার জন্য তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেন। সবকিছু থেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। এমনকি ছিল না কোনও স্মার্টফোনও। শুধু একনাগাড়ে পড়াশোনা করতেন। তাঁর পরিবারও ছিল যথেষ্ট উচ্চবিত্ত। নলিনের বাবা রাকেশ খান্ডেলওয়াল ছিলেন একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ। তাঁর মা ভনিতা খান্ডেলওয়াল ছিলেন একজন চিকিৎসক, ছিলেন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। 

 

 

তবে বাবা-মায়ের সেই গুণ পেয়েছিলেন তিনিও। সিবিএসই এর দশম শ্রেণিতে ৯২ শতাংশ এবং দ্বাদশের পরীক্ষায় ৯৫.৮ শতাংশ নম্বর পেয়েছিলেন। তবে শুধু পড়াশোনাই নয়, তিনি স্কেটিং, ক্রিকেট, কুইজিং, নাচ এবং স্কুল প্যারেড করতেন। একই সঙ্গে টেবিল টেনিস, বিতর্ক, অভিনয় এমনকী সঙ্গীতেও অংশ নিতেন ছোট থেকে। বহুমুখী প্রতিভার অধিকারী সেই যুবকই আজ সাফল্যের শীর্ষে।