আজকাল ওয়েবডেস্ক: গতিপথ হারিয়ে শীতকে দীর্ঘস্থায়ী করতে পারেনি লা নিনা। তার জায়গা দখল করে নিয়ে গরম হাওয়া। শেষবেলায় এসে লা নিনা নিজের আগের পথ ধরলেও অনেক দেরি হয়ে গিয়েছে। সেখান থেকে তাই শীত দীর্ঘস্থায়ী হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। এখন যে হাল্কা শীত রয়েছে সেই পরিবেশ বেশিদিন থাকবে না। ফলে গরম পরিবেশ দ্রুত ফিরবে এমনটাই মনে করছেন আবহবিদরা।
এবার শীত যে গতিতে শুরু হয়েছিল সেখান থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত শীত বজায় থাকার কথা ছিল। তবে জানুয়ারি থেকেই ফিরেছে গরম পরিবেশ। হাল্কা শীত থাকলেও সেখানে বাড়ছে গরম। প্রশান্ত মহাসাগর থেকে এবার এই গরম হাওয়া ছড়িয়ে পড়ছে গোটা এশিয়া মহাদেশে। ফলে এবার গরম হবে অনেক বেশি তীব্র।
লা নিনা দ্রুত এবার বিদায়ের পথে। সেখানে ফের দাপট দেখাবে গরম পরিবেশ। এর মাঝেই সমুদ্রে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে সেখানে ফের ঝড়বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। তবে শীতল পরিবেশ ভারত সহ অন্য দেশগুলি থেকে দ্রুত বিদায় নেবে বলেই মনে করছে আবহবিদরা।
পৃথিবীর আবহাওয়া এমনভাবে তৈরি করা হয়েছে যেখান থেকে দেখা যায় যদি একদিক থেকে শীতল বাতাস আসতে শুরু করে তাহলে উল্টোদিক থেকে গরম বাতাস তাকে বাধা দেয়। এখানে লা নিনা যে গতি নিয়ে নিজের শীতল বাতাসকে নিয়ে আসার কথা ছিল সেটা সে করতে পারেনি। ফলে সেখানে গরম বাতাসের মাত্রা বেড়েছে। জানুয়ারি মাসে যে শীতল পরিবেশ থাকার কথা ছিল তার বদলে সেখানে গরম বাতাস তার দাপট দেখিয়েছে।
যদি নিজের পথে লা নিনা ঠিক থাকত তাহলে এতদিন শীতের পরিবেশ থাকত। তবে তাকে গরম বাতাস অনেকটা পিছনের দিকে ঠেলে দিয়েছে। ফলে এখন এই গরম বাতাসকে সরিয়ে ফের শীতল পরিবেশ তৈরি করা তার কাছে প্রায় অসম্ভব। সাময়িক শীত দিলেও গরমের হলকার কাছে এবার হয়তো হার মানবে লা নিনা।
