আজকাল ওয়েবডেস্ক: ফের নিদান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের। কেরলের এক অনুষ্ঠানে গিয়ে সংঘ প্রধানের পরামর্শ, হিন্দুদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরা উচিত ও ইংরাজি ভাষা বলাও বন্ধ করা দরকার।  

কেরলের পাঠানমথিত্তা জেলার পাম্পা নদীর তীরে এক ধর্মীয় সমাবেশে যোগ দেন সংঘ প্রধান মোহন ভাগবত। সেখানেই তিনি হিন্দুদের জন্য একাধিক নির্দেশ দেন। তাঁর কথায়, ধর্ম হল হিন্দুধর্মের আত্মা এবং প্রত্যেকেরই তা ব্যক্তিগতভাবে পালন করা উচিত। প্রতিটি পরিবারের সপ্তাহে অন্তত একবার প্রার্থনা করার জন্য একত্রিত হওয়া উচিত। আলোচনা করা উচিত যে, তাদের বর্তমান জীবনধারা ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা।

ভাগবত বলেন, "আমাদের এটাও বিবেচনা করা উচিত যে আমরা যে ভাষায় কথা বলি, যে স্থানে আমরা ভ্রমণ করি এবং আমাদের পোশাক ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। আমাদের নিজেদের এলাকার বিভিন্ন স্থানে ভ্রমণ করা উচিত এবং আমাদের ভাইদের সঙ্গে দেখা করা উচিত যাঁদের সাহায্যের প্রয়োজন। আমাদের ইংরেজিতে কথা বলা উচিত নয় এবং আমাদের স্থানীয় খাবার খাওয়া উচিত। পাশ্চাত্যের পোশাক না পরে, কোনও অনুষ্ঠানে যোগদানের সময় হিন্দুদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরা উচিত।" 

জানা গিয়েছে যে, আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলায় থাকবেন সংঘ প্রধান ভাগবত।