আজকাল ওয়েবডেস্ক: একটানা ভারী বৃষ্টি। হড়পা বান ও মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত গোটা হিমাচল প্রদেশ। বাড়ছে মৃত্যুমিছিল। এখনও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।  প্রশাসন জানিয়েছে, ৬ জুলাই, রবিবার পর্যন্ত হিমাচল প্রদেশ জুড়ে ২৩টি হড়পা বান, ১৯ বার মেঘ ভাঙা বৃষ্টি এবং ১৬টি ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। কেউ হড়পা বানে তলিয়ে গেছেন। কেউ বা ধসে চাপা পড়েছেন।

এসবের মাঝেই সামনে এসেছে এক তথ্য। জানা গিয়েছে, কেবল এক কুকুরের ডাকেই হিমাচলে হড়পা বান থেকে প্রাণ বেঁচেছে ওই এলাকার ৬৭জনের। সিয়াথির বাসিন্দা নরেন্দ্র  স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন একথা। জানান, প্রবল বর্ষণের মাঝে, আচমকা রাতের অন্ধকারে তাদের বাড়ির কুকুর অতি জোরে চিৎকার করে ওঠে। ঘুম থেকে উঠে তিনি দেখেন, ঘরের পাঁচিলের দেওয়াল ফেটে জল ঢুকছে হু হু করে। 

তিনি তৎক্ষণাৎ ঘরের বাইরে দৌড়ে বেরোন। গ্রামের সকলকে জাগিয়ে দেন। প্রায় ৬৭জন মানুষ, দৌড়ে যান নিরাপদ আশ্রয়ে। চোখের সামনে কিছুক্ষণেই ভূমিধসে গ্রামের প্রায় ডজনখানেক ঘরকে একেবারে ধূলিস্যাত হয়ে যেতে দেখেন। যাঁরা সেদিন প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁরা গত এক সপ্তাহ ধরে ত্রিয়ম্বলা গ্রামে নির্মিত নৈনা দেবী মন্দিরে আশ্রয় নিয়েছেন।