আজকাল ওয়েবডেস্ক:‌ ভারী তুষারপাত জম্মু–কাশ্মীরে। বৃহস্পতির পর শুক্রবার সকাল থেকে ফের তুষারপাত শুরু হয়েছে জম্মু–কাশ্মীরের একাধিক এলাকায়। বরফ জমে বন্ধ হয়ে গিয়েছে জম্মু–শ্রীনগর জাতীয় সড়ক। প্রশাসন জানিয়েছে, বানিহাল এবং কাজিগুন্দের কাছে জাতীয় সড়কের উপর পুরু বরফের স্তর জমে যাওয়ায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে নানা জায়গায় বাস, লরি, গাড়ি আটকে রয়েছে। 


প্রসঙ্গত, টানা কয়েকদিন ধরে তুষারপাতের জেরে বানিহাল থেকে রামবন যাওয়ার পথে একাধিক জায়গায় ধস নেমেছে। জোজিলা গিরিপথে তুষারপাত হওয়ায় এবং ধস নামার কারণে বন্ধ রয়েছে শ্রীনগর–লাদাখ জাতীয় সড়কও। তবে বিকেলের পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।


জানা গেছে, বরফের চাদরে ঢেকে গিয়েছে রাজৌরি, ডোডা, ভালেসা জেলার একাধিক অংশ। একই পরিস্থিতি অনন্তনাগেও। দীর্ঘদিন পর তুষারপাত হয়েছে পির পঞ্জাল পার্বত্য এলাকার উঁচু এলাকাগুলিতে। আর নিচু এলাকায় হচ্ছে বৃষ্টি। এদিকে, তুষারপাত এবং বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রাও অনেকটা কমেছে কাশ্মীরে। বিক্ষিপ্ত ভাবে বরফ জমেছে শ্রীনগরেও। এদিকে, হিমাচলপ্রদেশের লাহুল, স্পিতিতেও ভারী তুষারপাত হচ্ছে। যা নিয়ে সতর্ক করেছে প্রশাসন। বৃষ্টি চলছে দেহরাদুনেও।