আজকাল ওয়েবডেস্ক: হৃদরোগে আক্রান্ত স্ত্রী, অসুস্ত। ফলে স্ত্রীর যত্নের জন্য সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশনের চাকরি থেকে স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত নেন স্বামী। চারদিকে তখন প্রশংসার বন্যা। চাকরি জীবনের শেষদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে অসুস্থ স্ত্রী টিনাকে নিয়েই হাজির হয়েছিলেন রাজস্থানের কোটা নিবাসী দেবেন্দ্র স্যান্ডেল। সেখানে আনন্দের ঘনঘটা। স্বামী-স্ত্রীর গলায় ফুলের মালা। গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক, মিষ্টি। স্ত্রীর শরীরে কষ্টের ছাপ থাকলেও এই অনুষ্ঠানের পরই যে মর্মান্তিক পরিণতি ঘটবে তা কেউ আঁচও করতে পারেননি।
অনুষ্ঠান চলার মাঝেই টিনাকে বলতে শোনা যায়. "আমার মাথা ঘুরছে।" সঙ্গে সঙ্গে স্ত্রীর পীঠ মালিশ করতে থাকেন স্বামী দেবেন্দ্র। এর মধ্যেই অনেকে বলতে থাকেন, "জল দিন, ম্যাডামকে জল দিন।" একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, এসবের মধ্যেই টেবিলের সাদা চাদরের উপর মুখ থুবড়ে পড়ে টিনা স্যান্ডেলের। স্বামী তখন দিশাহারা। বলছেন, "কি হল তোমার?"
জানা গিয়েছে, শাস্ত্রী নগরের দাদাবাড়ি এলাকায় স্বামী দেবেন্দ্র স্যান্ডেলের সঙ্গে থাকতেন স্ত্রী টিনা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু তাঁর শেষ পরিণতি ছিল অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনা বছর তিনেক আগের।
