আজকাল ওয়েবডেস্ক: একটি মামলার তদন্তের জন্য প্রয়োজন বেশকিছু তথ্য। তবে সেই তথ্য পাওয়া যাচ্ছে না। তাতে বাধা হওয়ার কারণে এবার হোয়াটসঅ্যাপের ডিরেক্টরের নামে এফআইআর দায়ের করল পুলিশ।

 

ঠিক কী ঘটেছে? গুরগাঁও পুলিশ জানাচ্ছে, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ন একটি মামলার তদন্তে নেমে বেশকিছু তথ্যের জন্য জুলাইয়ে মেল মারফত হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠিয়েছিল পুলিশ কিন্তু ওই ঘটনায় হোয়াটসঅ্যাপ কোনও তথ্য দেয়নি। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, অপরাধের কিনারা করতে চারটি নম্বর সম্পর্কিত তথ্য চেয়েছিল পুলিশ। ১৬ তারিখ মেল পাঠানোর পর, ১৯ তারিখ ওই চারজনের অপরাধ সম্পর্কে জানতে চায় সংস্থা। একাধিকবার মেল করা হয়েছিল বলে জানা গিয়েছে।  

 

২৮ আগস্ট হোয়াটসঅ্যাপ কিছু তথ্য দিলেও তা সম্পূর্ন নয় বলেই জানিয়েছে পুলিশ। ঠিক তার পরেই অভিযোগ দায়ের। গুরগাঁও পুলিশের সাইবার সেল হোয়াটসঅ্যাপের ডিরেক্টরদের এবং নোডাল অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। 

 

পুলিশ বলছে, দেশের আইন মোতাবেক, হোয়াটসঅ্যাপকে জরুরি মামলায় প্রয়োজনীয় তথ্য দিতে হবে। কিন্তু এই মামলায় এই সহায়তা করেনি হোয়াটসঅ্যাপ।