আজকাল ওয়েবডেস্ক: এক মহিলাকে নিয়ে বিবাদ দুই বন্ধুর মধ্যে। আর তার জেরে খুন হলেন এক যুবক। গুজরাটে ঘটনাটি ঘটেছে। খবর অনুযায়ী, কুড়ি বছরের এক যুবক নিখোঁজ হওয়ার প্রায় ছয় দিন পর জানা গেল, তাকে খুন করা হয়েছে। যুবকের নাম রমেশ মহেশ্বরী। এই নৃশংস কাজটি করেছে তাঁর নিজের বন্ধু! পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, এক মহিলাকে নিয়ে ঝগড়ার জেরেই এই খুন।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ২ ডিসেম্বর নকত্রাণার মুরু গ্রাম থেকে রমেশ নিখোঁজ হন। পুলিশ খোঁজ শুরু করে। এর পর সন্দেহ গিয়ে পড়ে তাঁর বন্ধু কিশোরের ওপর। পুলিশ তাকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে ভয়াবহ সত্য। জানা গিয়েছে, এই ঘটনায় এক নাবালকও যুক্ত। তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোর রমেশের পরিচিত এক বান্ধবীকে ইনস্টাগ্রামে মেসেজ করে প্রেম করার জন্য চাপ দিচ্ছিল। তরুণী এই গোটা বিষয়টি রমেশকে জানাতেই দুই বন্ধুর মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এতেই রেগে গিয়ে কিশোর তার বন্ধুকে খুন করার ফন্দি আঁটে।
পুলিশ জানিয়েছে, কিশোর রমেশকে গ্রামের বাইরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে খুন করে। এরপর সে একটি ছুরি দিয়ে রমেশের মাথা, হাত এবং পা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। পরে, ধরা পড়ার ভয়ে দেহের কিছু অংশ টুকরো করে একটি কুয়োয় ফেলে দেয় অভিযুক্ত। বাকি অংশ কাছেই মাটি চাপা দেয়।
কিশোরের বয়ান অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মাটি খুঁড়ে দেহের মূল অংশ এবং কুয়ো থেকে কাটা অঙ্গ-প্রত্যঙ্গগুলি উদ্ধার করেছে। অভিযুক্ত এখন পুলিশি হেফাজতে৷ বর্তমানে এই ঘটনা নিয়ে তদন্ত জারি রয়েছে৷
