আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম করে বিয়ের আয়োজন। জাঁকজমকে নেই কোনও ভাটা। বিয়েবাড়িতে সাজসজ্জা থেকে খাবারের আয়োজন, সবেতেই দামি জিনিসের ছড়াছড়ি। তবে আসল চমক ছিল অন্য জায়গায়। নিমন্ত্রিতরা চমকে গেলেন, পাত্রের গলার মালা দেখে। সুগন্ধি ফুলের মালা নয়, টাকার মালা পরা পাত্রকে দেখে হতবাক সকলে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও। সেখানে এক পাত্রকে টাকার মালা পরে দেখা গিয়েছে। সেই মালাটির মূল্য নাকি এক কোটি টাকা। গোটা মালাটাই সাজানো হয়েছে ৫০০ টাকার নোট দিয়ে। সেই মালা পরেই বিয়ের আসরে পৌঁছন পাত্র।
ভিডিওটি কোথায় তোলা, তা জানা যায়নি। পাত্রটিকে মালাটি কনেপক্ষের তরফে দেওয়া হয়েছে কিনা, তাও জানা যায়নি। ভিডিওটিতে দেখা গেছে, মালাটি ছাদ থেকে রাস্তা পর্যন্ত লম্বা। নীচে কয়েকজন দাঁড়িয়ে মালাটি পাত্রকে পরিয়ে দেন। সেই মালাটিতে থরে থরে সাজানো ছিল ৫০০ টাকার নোট। অনেকেই জানিয়েছেন, শুধুমাত্র মালাটিতেই এক কোটি টাকা রয়েছে।
ভিডিওটি দেখে নেটিজেনরা চমকে গেলেও, কেউ কেউ ক্ষোভ উগরে দিয়েছেন, কেউ আবার বিরক্ত প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'সাবধান! টাকার লোভে যে কেউ পাত্রকে অপহরণ করতে পারেন।' আবার একজন লিখেছেন, 'ধনী হলেও, টাকার অপচয় মোটেই ভাল না। এই টাকা দিয়ে গরিব, দুঃস্থদের পাশে দাঁড়ানো উচিত ছিল।'
