আজকাল ওয়েবডেস্ক: বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ভিডিও, ছবি প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও ভিডিও মন ছুঁয়ে যায় অনেকের, কোনও ভিডিও দেখে সমালোচনায় সরব হন কেউ কেউ, আবার কোনও ভিডিও দেখে হেসে লুটোপুটি খান নেটিজেনরা। তেমনই এক বিয়ের ভিডিও সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। 

 

ধুমধাম করে বিয়ের আয়োজন। আলোয় সাজানো বাড়ি। একদিকে বাজছে গান। সেজেগুজে নিমন্ত্রিতরাও হাজির। খাওয়াদাওয়া, গল্পে মশগুল সকলে। কিন্তু সকলের মাঝে ভিন্ন মেজাজে দেখা গেল পাত্রকে।‌ নিজের বিয়েতেই মুখ গোমড়া করে বসে থাকতে দেখা গেল তাঁকে। শুধু কি তাই, নাচের সময়েও তাঁর মুখ ছিল গম্ভীর। মুখে নেই কোনও এক্সপ্রেশন। 

 

পাত্রের এমন গোমড়া মুখে নাচের ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনরাও হতবাক। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এটি কি বিয়েবাড়ি না পরীক্ষা কেন্দ্র? পাত্র এত সিরিয়াস কেন? অনেকেই আবার সন্দেহ প্রকাশ করেছেন, পাত্র বোধহয় খুশি নন নিজের বিয়েতে। 

 

আরও পড়ুন: টিকিট ছাড়াই লোকাল ট্রেনে, ধরা পড়তেই খেপে উঠল যাত্রী, রেলের অফিসে ঢুকে ভাঙচুর, গালিগালাজ, দেখুন ভিডিও

 

সম্প্রতি সেই ভিডিওটি ঘিরে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। সদ্য ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাত্রের পরনে গোলাপি রঙের স্যুট, সাদা রঙের প্যান্ট। নিজের বিয়েতে সাজপোশাকে কোনও খামতি নেই। ঘরের চারিদিকে বসে রয়েছেন আত্মীয় ও নিয়ন্ত্রিতরা। নাচে গানে মেতে উঠেছেন সকলেই। সেই ঘরেই বসেছিলেন পাত্রী। 

 

পাত্রীর প্রতি ভালবাসার প্রকাশ করতেই একটি গান চালিয়ে নাচ করতে শুরু করেন পাত্র। পাত্রীর দিকে ফিরেই নাচ করতে তিনি। যদিও নাচের প্রতি ভালবাসা যে রয়েছে, তা ফুটে উঠেছে ভিডিওতে। কিন্তু পাত্রীর প্রতি ভালবাসা প্রকাশে তিনি একেবারেই ব্যর্থ। গম্ভীর মুখেই নাচটি করতে দেখা গেছে তাঁকে। নাচের লিরিক্সের সঙ্গে মিলিয়ে মুখে ছিল না কোনও এক্সপ্রেশন।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by thecommentstudio (@thecommentstudio)