আজকাল ওয়েবডেস্ক: আবারও টিকিট পরীক্ষাকে কেন্দ্র করে তাণ্ডব চলল স্টেশন চত্বরে। এবার ঘটনাস্থল মহারাষ্ট্রের মুম্বই।‌ যাত্রীর কাছে টিকিট পরীক্ষক টিকিট চাইতেই, খেপে যান তিনি। এখানেই থেমে থাকেনি বিষয়টি। রেলের অফিসে নিয়ে গেলে, সেখানে গিয়েই তাণ্ডব শুরু করেন। ভাঙচুর করেন রেলের সম্পত্তি। সঙ্গে মারধর করেন টিকিট পরীক্ষকদের। 

 

?ref_src=twsrc%5Etfw">August 2, 2025

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। মুম্বইয়ের বরিভালি স্টেশনে। রেল সূত্রে জানা গেছে, দাদার- ভিরার লোকাল ট্রেনে টিকিট পরীক্ষা করতে ওঠেন একজন টিটিই। চারজন যাত্রীকে ওই ট্রেন থেকে বরিভালি স্টেশনে নেমে যেতে বলেন। এর মধ্যে তিনজন যাত্রীর কাছে ফার্স্ট ক্লাসের টিকিট ছিল না। সেকেন্ড ক্লাসের টিকিট নিয়ে ফার্স্ট ক্লাসের যাচ্ছিলেন তাঁরা। আরেকজন যাত্রীর কাছে কোনও টিকিট ছিল না। 

 

টিকিট ছাড়া যাত্রা করা ওই যুবককে ধরে নিয়ে যেতেই, টিকিট পরীক্ষকদের অফিসে ঢুকে ভাঙচুর করেন তিনি। ভিডিওতে দেখা গেছে, ওই যুবক টিকিট পরীক্ষকদের ঘরের ল্যাপটপ, কম্পিউটার সবকিছু টেনে নীচে ছুড়ে ফেলেন। এমনকী টিকিট পরীক্ষকদের উপরেও চড়াও হন। কয়েকজন সেই মুহূর্তের ভিডিও তুলছিলেন। তাঁদেরকেও হুমকি দেন ওই যুবক। এই ঘটনার পরেই তাঁকে জিআরপির হাতে তুলে দেন টিকিট পরীক্ষকরা। বর্তমানে জিআরপির হেফাজতে রয়েছেন তিনি। 

 

আরও পড়ুন: সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এলোপাথাড়ি কোপ, রক্তাক্ত দেহের উপর রক্ত মেখেই বসে থাকল স্বামী, দেখেই চোখ ছানাবড়া পুলিশের

 

প্রসঙ্গত, দিন কয়েক আগে টিকিট পরীক্ষাকে কেন্দ্র করে বাংলাতেও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। টিকিট পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ ঘটনা। এমন ঘটনা, যা সচরাচর চোখে পড়ে না। বিনা টিকিটে ভ্রমণ করছিলেন এক যাত্রী। টিকিট না থাকায় সেই যাত্রীকে জরিমানা করতেই ঘটল বিপত্তি। জরিমানার অঙ্ক কত, তা অবশ্য জানা যায়নি। মহিলা টিকিট পরীক্ষক টিকিট চাইতে গেলেই, সেই যাত্রী আক্রমণাত্মক হয়ে ওঠেন। টিকিট পরীক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সেই যাত্রীর বিরুদ্ধে। মহিলা টিকিট পরীক্ষকের গলায় ফিতের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। 

 

জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার সকাল আটটা নাগাদ। শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে। আক্রান্ত মহিলা টিকিট পরীক্ষকের নাম, তনুশ্রী রায়। টিটিই তনুশ্রী রায় জানান, বুধবার সকালে ডাউন বালিগঞ্জ-ক্যানিং লোকাল ক্যানিং স্টেশনে ঢোকার পরে তিনি যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন। যেরকম অন্যান্য দিন করে থাকেন। সেই সময়েই বিনা টিকিটে ভ্রমণরত এক ব্যক্তিকে তিনি ধরেন কিন্তু ধরা পড়তেই ওই ব্যক্তি তাঁর গলা টিপে ধরেন। আচমকা এই আক্রমণে রীতিমতো ঘাবড়ে যান তিনি। তাঁকে চরম হেনস্থার শিকার হতে হয়, যা একেবারেই অপ্রত্যাশিত। 

 

রেল সূত্রে খবর, মহিলা টিকিট পরীক্ষককে গালাগালি করেন ওই ব্যক্তি। এমনকী মহিলা টিটিই-র গায়েও হাত তোলেন। এদিকে তনুশ্রীর অভিযোগ, তাঁকে ধাক্কা মারা হয়েছে। তাঁর গলা টিপে ধরায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আরও কয়েক মুহূর্ত শ্বাসরোধ অবস্থায় থাকলে, পরিস্থিতি যে ঘোরতর জটিল হয়ে উঠত, তা নিয়ে সন্দেহ নেই। সেই পরিস্থিতিতেও চিৎকার করেন তিনি; কিন্তু বাধা দিতে যাওয়ার সময়েই অভিযুক্ত যাত্রী তাঁর হাত থেকে পালিয়ে যান। 

 

তনুশ্রী আরও দাবি করেছেন, ক্যানিং স্টেশনে কাজ করতে গিয়ে আগেও তিনি হেনস্থার শিকার হয়েছেন। তবে বুধবারের ঘটনার মতো এতটা আতঙ্কিত আগে কখনও তাঁকে হতে হয়নি। পরিস্থিতি বেগতিক জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান রেলের অন্যান্য কর্মী ও পুলিশ। তারপর পরিস্থিতি আয়ত্তে আসে। 

 

ঘটনার জেরে হতভম্ব হয়ে যান ওই মহিলা রেলকর্মী। ফাইন নিয়ে তারপরই অভিযুক্ত যাত্রীকে ছাড়া হয়। উল্লেখ্য, টিকিট পরীক্ষকদের সঙ্গে যাত্রীদের ঝামেলা নতুন ঘটনা নয়। প্রতিনিয়ত এ-ধরনের ঘটনা ঘটতেই থাকে। তবে পরিস্থিতি এতটা ভয়ংকর হতে পারে, তা ভাবতে পারেনি কেউ। এদিনের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন টিকিট পরীক্ষকরা। ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশনচত্বরে। 

 

ইদানিং শিয়ালদহ সহ সব স্টেশনে টিকিট পরীক্ষায় আরও কড়াকড়ি শুরু হয়েছে‌।‌ দিনরাত স্টেশন ও রেল চত্বরে টিকিট পরীক্ষা করেন টিটিই-রা। নিত্যদিন বিনা টিকিটে রেলে যাতায়াতের কারণে ধরাও পড়েন বহু যাত্রী। জরিমানা করা হয় তাঁদের। কিন্তু টিকিট পরীক্ষা করা যাঁদের নিত্যদিনের কাজে, তাঁদের এমন হেনস্থা হতে দেখে আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্টেশনে অনেকেই প্রশ্ন তুলেছেন, স্টেশনে যদি টিকিট পরীক্ষকরাই নিরাপদে না থাকেন, তাহলে সাধারণ যাত্রীদের নিরাপত্তা কোথায়! ঘটনাটির পর থমথমে পরিবেশ ক্যানিং স্টেশনে।