আজকাল ওয়েবডেস্ক: প্রচণ্ড উদ্বেগের ঘটনা। একটি সরকারি স্কুলের পড়ুয়াদের মানুষের মল মিশ্রিত দূষিত জল ব্যবহার করে তৈরি খাবার পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ। খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। খবর যায় পুলিশে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিপজ্জনক এই ঘটনা তামিলনাড়ুর তিরুভারুর জেলা একটি সরকারি স্কুলের।
কী বলছে স্কুল কর্তৃপক্ষ? তারা জানিয়েছেন, তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় স্কুল প্রাঙ্গণে প্রবেশ করেছিল। এরপর ওই তিন মদ্যপ ইচ্ছাকৃতভাবে স্কুলের রান্নাঘরে সংরক্ষিত পানীয় জলের সঙ্গে মানুষের বর্জ্য মিশিয়ে দেয় বলে অভিযোগ।অনুমান করা হচ্ছে যে, মানুষের মল ও মূত্র মিশ্রিত ওই দূষিত জল শিক্ষার্থীদের জন্য তৈরি খাবারে রান্নার সময়ে ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন- বছরে বিনিয়োগ ১,৪৫,০০০ টাকা: ১৫, ২৫ এবং ৩৫ বছরে রিটার্ন বেশি কোথা থেকে- এসআইপি নাকি পিপিএফ?
তিরুভারুর পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, "ঘটনার তদন্ত প্রাথমিকস্তরে রয়েছে। আমরা সকাল থেকেই দোষী কে তা খুঁজতে চেষ্টা চালাচ্ছি।" তবে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কাউকে গ্রাপ্তার করা হয়েছে কিনা তা জানায়নি। তদন্ত চলায় প্রশাসনিকস্তরে এই ঘটনার প্রেক্ষিতে বিশদে কিছু জানানো হচ্ছে না।
স্কুলের এই নক্কারজনক ঘটনাটির সঙ্গে ২০২২ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া ভেঙ্গাইভায়াল জলের ট্যাঙ্ক দূষণ কাণ্ডের তুলনা করা হচ্ছে।
আরও পড়ুন- সোনা বন্ধক রেখেও মিলবে ঋণ, কৃষকদের বিরাট স্বস্তি, জানুন আরবিআই-এর ঘোষণার নয়া ব্যাখ্যা
পুডুকোট্টাই জেলার ভেঙ্গাইভায়াল গ্রামের তফসিলি বর্ণের বাসিন্দাদের পানীয় জল সরবরাহকারী একটি ওভারহেড ট্যাঙ্কে মানুষের মল ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল। ওই জল পান করে বেশ কিছু শিশু অসুস্থ হয়ে পড়েছিল। তারপর ওই দূষণের বিষয়টি প্রকাশ্যে এসেছিল। গ্রামের যে তরুণরা ট্যাঙ্কটি খতিয়ে দেখেছিলেন, তাঁরা জলে মল, মূত্র ভাসতে দেখেছিলেন। তার ছবিও তোলা হয়েছিল। যা সোশাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের শোরগোল ফেলেছিল, মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল।
আরও পড়ুন- আবেদন করলেই মিলবে মাসে ১৫০০০ টাকা, ফ্রেশারদের জন্য কেন্দ্রের নয়া স্কিম, চালু ১ অগাস্ট থেকেই...
ক্রাইম ব্রাঞ্চ-ফৌজদারি তদন্ত বিভাগ (সিবি-সিআইডি) ২০২৫ সালের ২৪শে জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টকে জানিয়েছিল যে, তারা ভেঙ্গাইভায়াল জলের ট্যাঙ্ক দূষণ মামলার তদন্ত সম্পন্ন করেছে এবং তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে সিবি-সিআইডি যে তিনজনকে অভিযুক্ত করেছে, তারা একই তফসিলি জাতি সম্প্রদায়ের। সিবি-সিআইডি দাবি করেছে যে, গ্রাম পঞ্চায়েত সভাপতির স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধের কারণে ট্যাঙ্কে দূষণের ঘটনা ঘটানো হয়েছিল। একজন ট্যাঙ্ক অপারেটরকে চাকরিচ্যুত করার জেরে বিরোধের সূত্রপাত হয়েছিল।
আরও পড়ুন- ব্রিটেন-ইউক্রেন-জার্মানি-ফ্রান্স নয়, আকাশ সুরক্ষায় গোটা ইউরোপে এই দেশই প্রথম কিনছে আয়রন এয়ার ডোম
