আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত জেমি ল্যানিস্টারকে হঠাৎ দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তরা। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ইডলি-ধোসা খেতে এই ক্যাফেতে এসেছিলেন বিশ্বখ্যাত অভিনেতা নিকোলাজ কস্টার-ওয়ালডো। যিনি এইচবিও-র জনপ্রিয় সিরিজ গেম অফ থ্রোনসে জেমি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। এই চমকপ্রদ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন শাকিরা নামের এক ইঞ্জিনিয়ার ও কন্টেন্ট ক্রিয়েটর। তিনি ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে জানান, ‘আমি যখন নিজের একটি ভিডিও করছিলাম, তখন হঠাৎ পিছনে দেখি দাঁড়িয়ে রয়েছেন জেমি ল্যানিস্টার! আমি দেখে রীতিমত স্টার-স্ট্রাক হয়ে পড়েছিলাম’।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Miss Shakira (@thehappeninglifestyle)