আজকাল ওয়েবডেস্ক: যারা ইউটিউব রোজ দেখেন তাদের কাছে এটা নতুন কোনও বিষয় নয়। যখনই আপনি কোনও ইউটিউব ভিডিও দেখবেন তখনই আপনি সেখানে বিজ্ঞাপন দেখবেন। তবে এবার শুরু হল নতুন অধ্যায়।


গুগুল সম্প্রতি একটি নতুন বিষয় চালু করতে চলেছে। সেখানে তারা ইউটিউবে এমন কিছু ভিডিওকে মার্ক করবে সেখানে কোনও বিজ্ঞাপন থাকবে না। অনেকেই রয়েছেন যারা বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পছন্দ করে থাকেন। তবে তারা যদি বারে বারে বিজ্ঞাপন দেখতে থাকেন তাহলে সেখানে তাদের খানিকটা সমস্যা হয়ে থাকে। বারে বারে বিজ্ঞাপন হলে সেখানে ভিডিও দেখার মজা নষ্ট হয়ে যায়। 


ইউটিউব এবার একটি বিশেষ পরীক্ষা করছে। সেখানে তারা আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, মেক্সিকো, তুর্কি এবং ব্রিটেনে একটি অফার শুরু করেছে। সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে। তবে এর পিছনে রয়েছে একটি বিশেষ শর্ত। 

 


ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে যারা প্রিমিয়াম সামস্ক্রিপশন করবেন তাদের ক্ষেত্রেই এই ব্যবস্থাটি চালু করা হবে। প্রতি মাসে তারা ১০ দিন টানা বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও দেখতে পারবেন। গুগুলের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই বিষয়টি শুরু করতে পেরে বেশ খুশি। যেভাবে বিভিন্ন মহল থেকে বিজ্ঞাপন নিয়ে নানা প্রশ্ন আসতে শুরু করেছিল সেখানে তাদের এই চিন্তাভাবনা নতুন দিক খুলে দেবে। 

 


তবে ইউটিউব জানিয়ে দিয়েছে যদি কেউ এই বিশেষ প্রিমিয়াম না নিয়ে থাকেন তাহলে তিনি এই সুবিধা পাবেন না। অন্যদিকে মাসের ১০ দিন হয়ে গেলেও আবার পুরনো অবস্থা ফিরে আসবে। ফলে সেখানে একটি চালাকি করা হয়েছে বলে মনে করছেন অনেকেই।

 


ভারতের বাজারে ইউটিউব প্রিমিয়াম নিতে খরচ পড়ে মাসে ১৪৯ টাকা। পড়ুয়াদের জন্য রয়েছে ৮৯ টাকার প্ল্যানও। সেখানে বেশ খানিকটা পরিবর্তন হবে। এবার থেকে প্রিপেড মান্থলি হবে ১৫৯ টাকা। কোয়াটার্লি হবে ৪৫৯ টাকা। বছরে হবে ১৪৯০ টাকা।