আজকাল ওয়েবডেস্ক: উন্নত প্রযুক্তির জমানা। রাস্তা চিনতে আর স্থানীয়দের বারবার জিজ্ঞাসা না করে অনেকেই চোখ বন্ধ করে ভরসা করেন গুগল ম্যাপের উপর। আর তাতেই বিপত্তি। ভরসার ফল দুর্ঘটনা। ১০ দিনে, দ্বিতীয়বার। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে ২৪ নভেম্বর জানা যায়, গুগল ম্যাপ দেখে তিনজন এগোচ্ছিলেন গাড়িতে। নির্মীয়মাণ সেতুর কিছু অংশ যে ভেঙে পড়েছে তা জানতেন না চালক, জানত না গুগল ম্যাপ। মাঝপথে সেতু শেষ। গাড়ি উল্টে পড়ে যায় নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। 

ফের ঘটনাস্থল বরেলি। ফের গুগল ম্যাপের উপর ভরসা এবং একই পরিণতি। তিনজন মিলে যাছহিলেন গাড়িতে। রাস্তা অচেনা। ভরসা করেছিলেন গুগল ম্যাপের উপর। তার দেখানো রাস্তা ধরে এগোতেই, আচমকা পড়ে যান সরু ক্যানেলে। বারকাপুর গ্রামের কাছে কলাপুর খালে এই দুর্ঘটনা ঘটে। যদিও সেই সময় খালে জল না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তিনজনের মধ্যে একজনের নাম দিব্যাংশু বলে জানা গিয়েছে।

গারী খালে পড়তে দেখেই, স্থানিয়রা এগিয়ে যান উদ্ধারকার্যে, খবর পেয়ে ছুটে যায় উদ্ধারকারী দল। ক্রেনের সাহায্যে গাড়িটি তুলে আনা হয়। গুগল ম্যাপ। উন্নত প্রযুক্তির দিনে, যাতায়াতের জন্য বহুল ব্যবহৃত এই অ্যাপ দিনকয়েক আগেই তদন্তের মুখোমুখি হয়েছিল। ২৪ নভেম্বরের দুর্ঘটনার জন্য ডেকে করা হয়েছিল জিজ্ঞাসাবাদ। সংস্থা জানিয়েছিল, তদন্তে সদর্থক সহায়তা করেছে তারা। গত কয়েকবছর ধরেই ব্যবহার বেড়েছে গুগল ম্যাপের।