আজকাল ওয়েবডেস্ক:‌ বিয়ের মরসুমে সোনার দাম সামান্য বাড়ল। গত বৃহস্পতিবার ও শুক্রবার সোনার দাম অপরিবর্তিত থাকলেও শনিবার ২৫ জানুয়ারি শহর কলকাতায় সামান্য বেড়েছে সোনার দাম।


শনিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার দাম ৭,৭০০ টাকা। আর ১০ গ্রামের দাম হয়েছে ৭৭ হাজার টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারাট গহনা সোনার দাম হয়েছে ৮,১০০ টাকা। আর ১০ গ্রামের দাম ৮১ হাজার টাকা। এদিকে, ১ গ্রাম ২৪ ক্যারাটের পাকা সোনার বাটের দাম কলকাতায় ৮,০৬০ টাকা। আর ১০ গ্রামের দাম হয়েছে ৮০,৬০০ টাকা। যদিও জিএসটি ও টিসিএস আলাদাভাবে ধার্য্য হবে এই দামের সঙ্গে।


দেশের অন্যান্য শহরের মধ্যে রাজধানী দিল্লিতে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৭৫,৭০০ টাকা। আর ২৪ ক্যারাটের দাম দাঁড়িয়েছে ৮২,৫৭০ টাকা। চেন্নাইয়ে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৭৫,৫৫০ টাকা। আর ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৮২,৪২০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম হয়েছে ৭৫,৫৫০ টাকা। আর ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম হল ৮২,৪২০ টাকা। আবার বেঙ্গালুরুতে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৭৫,৫৫০ টাকা। ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম হল ৮২,৪২০ টাকা। আবার পুণেতে ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ৭৫,৫৫০ টাকা। ২৪ ক্যারাটের দাম দাঁড়িয়েছে ৮২,৪২০ টাকা।