আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের মোরাদাবাদ জংশনে ভয়াবহ একটি ঘটনা ঘটেছে৷  ট্রেনের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় একটি নবজাতক শিশুকে পাওয়া গিয়েছে। গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনের জেনারেল কোচের ওয়াশরুমে একটি ব্যাগের ভেতরে শিশুটিকে ভর্তি অবস্থায় পুলিশ খুঁজে পেয়েছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য চারিদিকে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ব্যাগের মধ্যে একটি সিম কার্ডও ছিল। সিম কার্ডের মাধ্যমে মালিককে খুঁজে বের করা হয়। খবর অনুযায়ী, শিশুটি ট্রেনে প্রসব করা এক নাবালিকার। তদন্তে জানা গিয়েছে নাবালিকাকে তার বাবা ধর্ষণ  করে৷ এরপর সে গর্ভবতী হয়। ২২ জুন নির্যাতিতার পরিবার তাকে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় ট্রেনের ওয়াশরুমে সে সন্তান প্রসব করে। সূত্রে জানা গিয়েছে এর কিছুক্ষণ পরই পরিবারের সদস্যরা নবজাতকটিকে একটি ব্যাগের ভেতরে রেখে তাদের গ্রামে ফিরে আসে।

এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুসন্ধান করে পুলিশ জানতে পেরেছে নির্যাতিতাকে তার বাবা ধর্ষণ করেছে। এ কথা অভিযুক্ত স্বীকার করেছে। নির্যাতিতাকে আদালতে হাজির করা হয়েছিল। তার জবানবন্দি রেকর্ড করা হয়। বর্তমানে অভিযুক্তকে জেরা করা হয়েছে৷ কঠোর থেকে কঠোরতম শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।