আজকাল ওয়েবডেস্ক:‌ সামনেই মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। প্রায় ৮ হাজার প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দেখা গেছে, প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন তাতে সবচেয়ে ধনী প্রার্থী বিজেপির পরাগ শাহ। ঘাটকোপর পশ্চিমের বিধায়ক তিনি। ২০১৯ সালে নির্বাচনী হলফনামায় জানিয়েছিলেন, তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫০.‌৬২ কোটি টাকা। আর ২০২৪ নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, তাঁর সম্পত্তির পরিমাণ এখন ৩৩৮৩.‌০৬ কোটি টাকা। অর্থাৎ ৫ বছরে বিজেপি বিধায়কের সম্পত্তি বেড়েছে ৫৭৫ শতাংশ!‌ এরপরেই ওই বিধায়ক নিজেকে ‘‌ইমানদার’‌ বলে দাবি করেছেন।


পরাগ কিশোরচন্দ্র শাহ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। ২০১৭ সালে প্রথম তিনি বিএমসি নির্বাচনে লড়েন। তখন তাঁর ও স্ত্রীর নামে স্থাবর, অস্থাবর মিলিয়ে ৬৯০ কোটি টাকার সম্পত্তির হিসাব দিয়েছিলেন তিনি। এই ‘‌সৎ’‌ বিধায়কের কথায়, ‘‌কারও ব্যক্তির কাছে টাকাটা সম্পত্তি নয়, তাঁর ভাবনা। অনেকের কাছেই টাকা থাকে। কিন্তু টাকার সঠিক ব্যবহার করতে জানতে হয়। ভগবান আমায় সব কিছু দিয়েছেন। এখন দেশকেও আমার কিছু ফিরিয়ে দেওয়া উচিত। আমি একজন নেতা, ব্যবসায়ী ও সমাজসেবী। আমার আয়ের ৫০ শতাংশ আমি সমাজসেবায় বিলিয়ে দিই।’‌


পরাগ শাহ এমআইসিআই গ্রুপের চেয়ারম্যান। ২৫ বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত তিনি। আর নিজেকে ’‌ইমানদার’‌ বলে দাবি করেন।