আজকাল ওয়েবডেস্ক: গাঁটছড়া বাঁধলেন আদানিপুত্র। বিয়ের আসরে ছিল না কোনও জাঁকজমকপূর্ণ আয়োজন। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। ছেলের বিয়েতে ১০ হাজার কোটি টাকা সামাজিক কাজে দান করছেন আদানি।

শুক্রবার বিকেলে আহেমেদাবাদের শান্তিনগরে বেলভেদের ক্লাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন আদানি-পুত্র। হীরা ব্যবসায়ী জৈমিন শাহের মেয়ে দিভাকে বিয়ে করেন জিৎ আদানি। অত্যন্ত সাদামাটা ভাবেই বিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল। জিতের বিয়েতে দেখা যায়নি কোনও বিশিষ্টব্যক্তিকে। যদিও অনেকেই ধারণা করেছিল যে সেলিব্রেটিরা আসতে পারেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে,সাধারণভাবে এবং রীতিনীতি মেনেই ছেলের বিয়ে দিলেন গৌতম আদানি। বিয়ের ঠিক দুদিন আগে, গৌতম আদানি 'মঙ্গল সেবা' নামে এক বিশেষ সামাজিক কর্মসূচির ঘোষণা করেন। সদ্যবিবাহিত প্রতিবন্ধী মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য এই ঘোষণা আদানির। 

উল্লেখ্য, গত মাসে কুম্ভমেলায় গৌতম আদানি জানিয়েছিলেন, তাঁর ছেলের বিয়ে অত্যন্ত সাধারণভাবে হবে। ছেলের বিয়ের দিন সামাজিক কাজে ১০ হাজার কোটি টাকা দানের ঘোষণা করেছেন তিনি। জানা গিয়েছে, এই টাকা স্কুল, কলেজ, হাসপাতাল নির্মানের কাজে লাগানো হবে।