আজকাল ওয়েবডেস্ক: সোমবার দুপুরে ভয়াবহ ঘটনা অন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলার গ্রামে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলার ইরুসুমান্ডা গ্রামে একটি সক্রিয় ওএনজিসি তেলের খনি থেকে আচমকাই গ্যাস লিক করতে শুরু করে। ঘটনায় তৎক্ষণাৎ প্রবল আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, কোনাসিমার রাজোল এলাকার ইরুসুমান্ডা গ্রামে অবস্থিত তেলের খনিটি। গ্যাস লিকের ঘটনার পর, সাময়িকভাবে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ওয়ার্কওভার রিগ ব্যবহার করে মেরামতের কাজ চলাকালীন গ্যাস লিকের ঘটে বলে জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে। জানা গিয়েছে মেরামতের সময়, একটি বিস্ফোরণ ঘটে। তখনই অপরিশোধিত তেলের সঙ্গে মিশ্রিত প্রচুর পরিমাণে গ্যাস নির্গত হয়, এবং মিশে যায় বাতাসের সংফে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লিকেজ হওয়া গ্যাসটি থেকেই কিছুক্ষণেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকে দাউদাউ করে। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। প্রতিবেদন লেখার সময়য় পর্যন্ত জানা গিয়েছে, ইরুসুমান্ডা এবং আশেপাশের এলাকায় ঘন কুয়াশার মতো গ্যাস এবং ধোঁয়ার আস্তরণ ছড়িয়ে পড়েছে।
এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই, পরিস্থিতি বিচারে নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, কর্তৃপক্ষ লাউডস্পিকারের মাধ্যমে ঘোষণা করে নিকটবর্তী তিনটি গ্রামের বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহার, যন্ত্রপাতি চালু করা বা বৈদ্যুতিক উনুন জ্বালানো এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।
পঞ্চায়েত কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসন গ্রামবাসীদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইতিমধ্যেই। পরিস্থিতি বিচারে বহু গ্রামবাসী গবাদি পশু অন্যত্র সরিয়ে নিজেরাও অন্যত্র নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন, প্রতিবেদন লেখার সময়য় পর্যন্ত প্রাপ্ত তথ্য তেমনটাই।
ওএনজিসি কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে এবং লিকেজ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান ঘটনার সঙ্গে সঙ্গেই। কর্তৃপক্ষ তখন থেকে এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলের উপর নজর রাখছে, এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওএনজিসি কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
