আজকাল ওয়েবডেস্ক: খাবেন না আমিষ খাবার। এমনকী ধূমপান ও মদ্যপানও নয়৷ আধুনিক ‘ডেটিং’ অ্যাপের যুগেও কি একনিষ্ঠ নিরামিষাশী কিংবা কোনওরকম মদ্যপান ও ধূমপানমুক্ত জীবনসঙ্গিনী পাওয়া কঠিন? সম্প্রতি এক ভারতীয় শিল্পপতির অভিজ্ঞতা ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। ‘সুপারব্লগ ডট এআই’-এর প্রতিষ্ঠাতা সাই কৃষ্ণের দাবি, এক ম্যাচমেকার (সম্পর্ক তৈরী করেন এমন) তাঁকে জানিয়েছেন, বর্তমান সময়ে এমন গুণসম্পন্ন পাত্রী খুঁজে পাওয়া নাকি প্রায় অসম্ভব।
ব্রিটেনের বাসিন্দা এই বাঙালি ব্যবসায়ী নিজের জীবনসঙ্গিনী খোঁজার জন্য এক নামী ম্যাচমেকিং সংস্থার দ্বারস্থ হয়েছিলেন। সেখানে নিজের শর্ত হিসেবে তিনি জানান, পাত্রীকে অবশ্যই নিরামিষাশী হতে হবে এবং তাঁর মদ্যপান বা ধূমপানের অভ্যাস থাকা চলবে না। কৃষ্ণের দাবি, তাঁর এই শর্ত শুনে ওই সংস্থার কর্ণধার সরাসরি জানিয়ে দেন, আধুনিক সমাজে এমন মেয়ে খুঁজে পাওয়া কার্যত দুষ্কর।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে বিতর্কের ঝড় ওঠে। সমাজমাধ্যম ‘এক্স’-এ কেউ কেউ লিখেছেন, এমন রুচির মানুষ খুঁজতে হলে ডেটিং অ্যাপের বদলে 'অ্যারেঞ্জড' ম্যারেজের ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ। কারণ, রক্ষণশীল পরিবারের মেয়েরা সাধারণত এই মাধ্যমগুলি এড়িয়ে চলেন। তবে কৃষ্ণ স্পষ্ট জানিয়েছেন, তিনি প্রথাগত ‘অ্যারেঞ্জড ম্যারেজ’-এ বিশ্বাসী নন। বরং হবু স্ত্রীকে চিনে-বুঝে তবেই সাতপাকে বাঁধা পড়তে চান।
অন্যদিকে, অনেকের মতে ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, কিন্তু শর্ত যত কঠিন হবে, উপযুক্ত পাত্রীর সংখ্যা ততটাই কমবে- এটাই স্বাভাবিক। কেউ আবার পরামর্শ দিয়েছেন, অ্যাপের বাইরে বেরিয়ে সামাজিক অনুষ্ঠান বা বিয়েবাড়িতে নজর দিলে এমন পাত্রীর সন্ধান মেলা অসম্ভব নয়।
সব মিলিয়ে, আধুনিক জীবনযাত্রা বনাম চিরাচরিত মূল্যবোধের এই সংঘাত এখন আলোচনার কেন্দ্রে। কৃষ্ণের এই অভিজ্ঞতা কি কেবল তাঁর একার, নাকি এটিই বদলে যাওয়া সমাজের বর্তমান চিত্র- সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।
