আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্পে ভাতা পাচ্ছেন প্রাক্তন নীলছবির তারকা সানি লিওনি! প্রতি মাসে তাঁর ব্যাঙ্কে ঢুকছে এক হাজার টাকা। এই খবর সামনে আসতেই হতবাক সকলে। সত্যিই কি আর্থিক সঙ্কটে পড়েছেন এই তারকা?
২০২৪ সালের মার্চে মহিলাদের বিকাশের উদ্দেশ্যে ছত্তিসগঢ়ে চালু হয় মহতরী বন্ধন যোজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পে বিবাহিত মহিলারা প্রতি মাসে ভাতা বাবদ এক হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি প্রদান করা হয়। ছত্তিসগঢ়ে এই প্রকল্পের অর্থপ্রাপকদের তালিকা খতিয়ে দেখতেই সামনে আসে প্রতি মাসে ভাতাবাবদ এক হাজার টাকা পাচ্ছেন সানি।
ছত্তীসগঢ়ের বাস্তার জেলায় তালুর গ্রামে এই প্রতারণা হয়েছে। তদন্তে নেমে বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেরায় জানা গিয়েছে, প্রকল্পে নথিভুক্তির সময় তিনিই সানির নামে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। যে সব আধিকারিক বীরেন্দ্র অ্যাকাউন্টের নথি যাচাই করেছিলেন তাঁদের চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিবঙ্গ জুড়ে শুরু হয়েছিল 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প। মহিলাদের জন্য তৈরি এই প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা ভাতা দিত রাজ্য সরকার। পরে টাকার পরিমাণ বাড়িয়ে করে দেওয়া হয় এক হাজার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প এর পরে অনুসরণ করেছে বহু রাজ্য।
