আজকাল ওয়েবডেস্ক: গুরগাঁওয়ের রাস্তায় সম্প্রতি এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। একদিকে শহরের বেহাল পরিকাঠামো নিয়ে যখন প্রবল সমালোচনার মুখে পড়েছে প্রশাসন, তখন একদল বিদেশি নাগরিক দায়িত্ব নিয়েছেন মিলেনিয়াম সিটির রাস্তাঘাট ও নর্দমা পরিষ্কার করার। একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, বিদেশিরা শহরের রাস্তাঘাট ও ড্রেন থেকে আবর্জনা পরিষ্কার করছেন। এই উদ্যোগের জন্য একদিকে যেমন প্রশংসা হয়েছে, তেমনই স্থানীয় পৌরসভার অক্ষমতা নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। ভিডিওতে কিছু স্থানীয় বাসিন্দাকেও বিদেশিদের সঙ্গে আবর্জনা সরাতে দেখা গেছে।
এই পরিষ্কার অভিযানের পিছনে যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে সার্বিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাজার বলেন, 'ভারত একটি অসাধারণ দেশ। কিন্তু মানুষ তাঁদের বাড়ির বাইরের পরিবেশের যত্ন নেন না।' জানা গিয়েছে, লাজার ভারতের স্বাধীনতা দিবস পর্যন্ত প্রতিদিন একটি করে রাস্তা পরিষ্কারের মিশনে নেমেছিলেন। তিনি বলেন, 'ভারতীয়রা পৃথিবীর অন্যতম পরিষ্কার-পরিচ্ছন্ন মানুষ৷ কিন্তু বাড়ির বাইরের ব্যাপারে তাঁরা ভাবেন ওটা তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে না। এই মনোভাব আমাদের বদলাতে হবে।'
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'সবাই যদি নিজের বাড়ি বা দোকানের সামনে ২ মিটার পর্যন্ত এলাকা পরিষ্কার রাখেন, তাহলেই অনেক কিছু বদলাতে পারে। এটা তো আমরা আমাদের দেশের জন্য করতে পারি।'
এক্স হ্যান্ডেলে পরিচিত এই সার্বিয়ান নাগরিক সম্প্রতি শুরু করেছেন ‘এক দিন, এক রাস্তা পরিষ্কার’ নামক একটি মিশন। এটি ইতিমধ্যে ভারতীয়দের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি হাতে ঝাড়ু নিয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বলছেন, 'ভারতকে পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে? সবাইকে বলতে হবে।'
ফ্রান্স থেকে আসা মাটিল্ডা নামে এক বিদেশি বলেন, 'ভারত দারুণ একটি দেশ। আমি এই দেশকে খুব ভালোবাসি। কিন্তু খুব দুঃখ হয় যখন দেখি চারপাশে এত আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে।'
খবর অনুযায়ী, এই অভিযানে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দারাও ছিলেন। তাঁরা একত্রিত হয়ে ময়লা পরিষ্কার করেন এবং সবাইকে সচেতন করেন- নিজেদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার গুরুত্ব নিয়ে। গুরগাঁও পৌরসংস্থা এই প্রচেষ্টার প্রশংসা করেছে। সংস্থার যুগ্ম কমিশনার প্রদীপ দাহিয়া তাঁদের 'নাগরিক দায়িত্ববোধের আদর্শ উদাহরণ' বলে প্রশংসা করেন।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই প্রশ্ন তোলেন-কেন এখনও অনেক ভারতীয়ের মধ্যে মৌলিক নাগরিক বোধের অভাব রয়েছে? ঘটনার জেরে একজন ব্যবহারকারী লেখেন, 'লজ্জার বিষয়, এক জন বিদেশি আমাদের মৌলিক নাগরিক আচরণ শেখাচ্ছেন।' আরেকজন মন্তব্য করেন, 'ঘর থেকে বেরিয়ে ‘এটা আমার দায়িত্ব নয়’-এই ভারতীয় মানসিকতাই আমাদের শহরগুলোকে ধ্বংস করেছে। আমাদের উচিৎ বাইরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও যত্নবান হওয়া, যেমনটা আমরা আমাদের ঘরের ভিতরে করি।'
এহেন পরিস্থিতিতে তৃতীয় একজন মন্তব্য করেন, 'এটি খুবই লজ্জার বিষয় যে, আমাদের দেশে যেখানে ময়লা জমে আছে সেখানে বিদেশিরা তা পরিষ্কার করছেন। আর স্থানীয় পৌরসভা ঘুমিয়ে আছে। তাদের কোনও মাথাব্যথাই নেই।'
এর আগে জুলাই মাসে, ক্রমবর্ধমান সমালোচনার মুখে হরিয়ানা সরকার ঘোষণা করেছিল যে, তারা গুরগাঁও শহরে পরিচ্ছন্নতা এবং কার্যকর নিকাশি ব্যবস্থা বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল থাকবে এবং নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেবে।
