আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, সাফ জানিয়ে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। শনিবার মধ্যরাতে তিনি জানালেন, ঘোষণার পরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভারতীয় সেনাবাহিনী এর যথোপযুক্ত জবাব দেবে।
বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির বক্তব্য, 'আজ যে যুদ্ধবিরতির কথা হয়েছিল, শেষ কয়েক ঘণ্টায় তার লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনা উপযুক্ত জবাব দিচ্ছে এবং এই সীমান্ত আক্রমণের সঙ্গে লড়ছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য পাকিস্তান দায়ী। এই সীমান্ত অতিক্রম করার চেষ্টার উপর পাকিস্তানের নজর দেওয়া উচিত। দ্রুত এর তদন্ত করা উচিত। ভারতীয় সেনাবাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এইধরনের আক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।'
গত দু'দিন সংঘাতের পর শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর বলে ঘোষণা করেন বিদেশ সচিব। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেন। পাকিস্তান যে যুদ্ধবিরতিতে রাজি, তা সমাজমাধ্যমে জানান উপপ্রধানমন্ত্রী ইশাক দার। এর তিন ঘণ্টা পরেই জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় হামলা চালায় পাকিস্তান। রাত ৯টা নাগাদ শ্রীনগরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে তিনিই প্রথমে জানান। এরপরই জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থানে সম্পূর্ণ ব্ল্যাক আউট করা হয়েছে।
