আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তাঁর এক্স অ্যাকাউন্ট লক করেছেন। সম্প্রতি তাঁকে ঘিরে চলা অনলাইন আক্রমণ এবং তাঁর পরিবারের প্রতি কুরুচিকর মন্তব্যের জেরেই এই পদক্ষেপ বলে জানা গেছে।
এই ঘটনা নিয়ে AIMIM সভাপতি আসাদুদ্দিন ওয়েইসি বলেন, “বিক্রম মিশ্রি একজন সৎ, পরিশ্রমী এবং দেশনিষ্ঠ কূটনীতিক। সিদ্ধান্ত রাজনীতিক নেতৃত্বের, আমলাদের নয় — এটা মনে রাখা জরুরি।”
কংগ্রেসের কেরল শাখা এক বিবৃতিতে জানায়, “হিমাংশী নারওয়ালের পর এখন টার্গেটে বিক্রম মিশ্রি। শুধু ‘নো হেট, নো ভায়োলেন্স’ বলার জন্য এক যুদ্ধ শহিদের স্ত্রীকে আক্রমণ করা হয়েছিল। এখন মিশ্রিকে দায়ী করা হচ্ছে, যেন যুদ্ধবিরতির সিদ্ধান্ত তিনি একাই নিয়েছেন। আসলে মোদির আইটি সেলের সৃষ্টি এখন তাঁরই বিরুদ্ধে যাচ্ছে।”
উল্লেখ্য, বিদেশ সচিব হিসেবে বিক্রম মিশ্রি ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন পাকিস্তানের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য রাখেন। মুম্বাই হামলার তদন্তে পাকিস্তানের অসহযোগিতা এবং ভারতীয় গণতন্ত্রের শক্তি নিয়ে তাঁর মন্তব্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
মিশ্রি দিল্লির হিন্দু কলেজ ও জামশেদপুরের এক্সএলআরআই থেকে শিক্ষা লাভ করেন এবং আইএফএস-এ যোগদানের আগে বিজ্ঞাপনী দুনিয়ায় কর্মরত ছিলেন। ২০২৪ সালের জুলাই মাসে তিনি বিদেশ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
