আজকাল ওয়েবডেস্ক: আমিষ খবর মুখে তোলেন না অনেকেই। মাছ মাংস দূর, রসুন পেঁয়াজেও 'না' তাঁদের। সেক্ষেত্রে বাইরে যদি খাবার খেতে ইচ্ছে হয়, কিংবা অনীহা জাগে ঘরে খাবার রান্না না করার? সেক্ষেত্রে? সেক্ষেত্রে তাঁদের ভরসা থাকে নিরামিষ খাবারের দোকান। কিন্তু সেখানেই এমন কী ঘটল? তাতে আঁতকে উঠলেন নেটিজেনরা।
ঘটনাস্থল রাজস্থান। জয়পুরের একটি নিরামিষ খাবারের দোকান। নাম ইউপি অ্যান্ড ইউপি। আর সেই খাবারের দোকান পরিদর্শনের সময় উঠে এসেছে ভয়াবহ তথ্য।সূত্রের খবর ওই রেস্তোরাঁ নিরামিষ রেস্তোরাঁ বলে পরিচিত হলেও। পরিদর্শনে গিয়ে সেখানেই উদ্ধার হয়েছে কাঁচা মাংস।
একজন সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ঘটনাটি সামনে এনেছেন সকলের। ব্যাস। ভিডিও ছড়িয়ে পড়তেই বন্যা কমেন্টের। মতামত দিচ্ছেন বহু মানুষ। কেউ কেউ দাবি করছেন, এবার থেকে রেস্তোরাঁর রান্নাঘরগুলি হোক খোলা, অর্থাৎ কী রান্না হচ্ছে, কোন পদ্ধতিতে বানানো হচ্ছে খবর, ক্রেতারা দেখতে পান যাতে সব। কেউ কেউ বলছেন, নিরামিষ নাম দিয়ে খুলেও রেস্তোরাঁ যদি এই ধরনের কাজ, করে, তাহলে ভরসা করবে কাকে। কেউ কেউ ওই রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নিদান দিয়েছেন। কেউ কেউ বলছেন, এই ধরনের বাইরে খেতে যাওয়ার থেকে, বাড়িতেই নিজের পছন্দের খাবার বানিয়ে খাওয়া উচিত।
