আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা উত্তরাখণ্ডে। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ি উল্টে পড়ল গভীর খাদে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির পাঁচজন যাত্রীর। এ ঘটনায় শোকের ছায়া পরিবারে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধে সাড়ে ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের চামোলি জেলায়। পুলিশ জানিয়েছে, গাড়ির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরছিলেন। তাঁরা সকলেই নিজমুলায় একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। রাতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। গাড়ির পাঁচ যাত্রীই ঘটনাস্থলে প্রাণ হারান।
বিরহি-নিজমুলা সড়কে আচমকা নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। তারপরেই সেটি কয়েক মিটার গভীর খাদে হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ে যায়। সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়।
জেলাশাসক জানিয়েছেন, সেসময় তুমুল বৃষ্টি হচ্ছিল। অন্ধকারের মধ্যে খাদে নামতেও অসুবিধার সৃষ্টি হয় উদ্ধারকারী দলের। সেই জন্য উদ্ধারকাজ ব্যাহত হয়। এদিন বেলা পর্যন্ত উদ্ধারকাজ চলে। পাঁচজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্কুল বন্ধের ঘোষণা করেছেন তিনি।
পাশাপাশি দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।
