আজকাল ওয়েবডেস্ক: একটা না একটা কিছু লেগেই আছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। ফের আগুন লাগল মহাকুম্ভের ১৮ নম্বর সেক্টরের শঙ্করাচার্য মার্গের হরিহরানন্দ ক্যাম্পের একটি তাবুতে শুক্রবার সকালে আগুন লেগে যায়। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের সহায়তায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই তিন বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। 

খাক চক থানার পুলিশ ইনস্পেক্টর যোগেশ চতুর্বেদী জানিয়েছেন, ''পুরনো জিটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি তাবুতে আগুনে লেগেছে। দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।'' 

?ref_src=twsrc%5Etfw">February 7, 2025

গত ৫ ফেব্রুয়ারি মেলাপ্রাঙ্গণের ২০ নম্বর সেক্টরে আখড়া মার্গের কাছে একটি বিজ্ঞাপনের বেলুন বিস্ফোরণে ছয় জন পূণ্যার্থী গুরুতর আহত হন। এর আগে ২৯ জানুয়ারি রাত ২টো নাগাদ মৌনী অমাবস্যার শাহি স্নানে পদপিষ্টের ঘটনা ঘটে মহাকুম্ভে। সেই দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। আহতের সংখ্যা ১০০-রও বেশি। ওই ঘটনার পরের দিন কুম্ভমেলার সেক্টর ২২-এর একটি তাবুতে আগুন লাগে। ক্রমে সেই আগুন ছড়িয়ে পড়ে। জুনা আখড়ার ১৫টি তাবু ক্ষতিগ্রস্থ হয়েছিল। গত ১৯ জানুয়ারিও আগুন লাগে কুম্ভমেলায়। দু'টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় ১৮০টি তাবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। যদিও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।