আজকাল ওয়েবডেস্ক: কুমলাই নদীতে জমা আবর্জনার স্তুপে আগুন লেগে ধোঁয়ায় ঢাকল ধূপগুড়ি শহর। আগুন নেভাতে এল দমকল। তাদের প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল আগুন। 

 

 

ঘটনা নতুন নয়। এর আগেও এই নদীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারণ নদী এখন আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। ময়লা ফেলার জায়গা হিসেবেই এখন সকলে ব্যবহার করছেন। ফলে নোংড়া এখন নদীর বুকে পাহাড়ের মতো উঁচু হয়ে উঠেছে‌‌। অবস্থা এমন দাঁড়িয়েছে লোকজন এখান দিয়ে যাওয়ার সময় নাকে কাপড় চাপা দিয়ে যান। 

 

 

মাঝে মাঝে নদীতে জমা আবর্জনায় আগুন লাগলে কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। আতঙ্কিত স্থানীয়রা। কারণ, আবর্জনার আগুন ছড়িয়ে বড় বিপদ ঘটাতে পারে। সেইসঙ্গে সেতুর নিচে এই আগুন ক্ষতি করতে পারে সেতুর। পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, 'সমস্যা হল আমাদের কোনও 'ডাম্পিং গ্রাউন্ড' নেই। দ্রুত ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা মিটে যাবে।‌ আর শুধু পুরসভার দোষ দিলে হবে না। পুর বাসিন্দারা যদি সকলে এগিয়ে আসেন তাহলে কুমলাই নদীকে ফের তার পুরনো চেহারায় ফিরিয়ে আনা সম্ভব। তবে কে বা কারা বারবার আগুন লাগাচ্ছে তা পুলিশকে খতিয়ে দেখতে বলব।'