আজকাল ওয়েবডেস্ক: দিল্লির সাগরপুরে চাঞ্চল্যকর ঘটনা। ১০ বছর বয়সী সন্তান বৃষ্টিতে খেলতে যাওয়ার আবদার করায় রেগে গিয়ে ছুরির কোপে হত্যা করল তার নিজের বাবা। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত ওই ব্যক্তিকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং ঘটনায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার সকালে স্থানীয় হাসপাতালে খবর আসে, এক শিশুকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং তাকে হাসপাতালে আনা হয়েছে। খবর পেয়ে তদন্তকারী অফিসার দ্রুত হাসপাতালে পৌঁছন। জানা যায়, ততক্ষণে শিশুটিকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত এ. রায় (৪০) পেশায় একজন দিনমজুর।

সাগরপুর এলাকায় একটি এক কামরার ভাড়াবাড়িতে চার সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি। কয়েক বছর আগে তাঁর স্ত্রী মারা যান। মৃত শিশুটি ছিল চার ভাইবোনের মধ্যে তৃতীয়। জানা গিয়েছে, শনিবার সকালে শিশুটি বৃষ্টিতে খেলতে যাওয়ার বায়না ধরেছিল। সেই নিয়ে বাবা ও ছেলের মধ্যে বচসা শুরু হয়। হঠাৎই রাগের মাথায় ওই ব্যক্তি রান্নাঘর থেকে ছুরি এনে শিশুটির বাম পাঁজরে সজোরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ছেলেকে হাসপাতালে নিয়ে যান তিনি। কিন্তু শিশুটিকে আর বাঁচানো যায়নি। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফে খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানানো হয়েছে, তদন্তের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।