আজকাল ওয়েবডেস্ক: ৫৫ বছর বয়সী তেগভীর সিং উত্তরপ্রদেশের বিজনোর এলাকার ভিক্কাওয়ালা গ্রামের বাসিন্দা। ভারতের প্রাক্তন সৈনিক ছিলেন তিনি। তবে অবসরের পরেও এমন এক কাণ্ড করেছেন তিনি যা রীতিমত চমকে ওঠার মত। খালি হাতে মানুষখেকো চিতাবাঘের সঙ্গে সাত মিনিট লড়াই করে বাঘটিকে ঘায়েল করেছেন তিনি। এই গল্প ছড়িয়ে গিয়েছে গ্রামবাসীদের ঘরে। বর্তমানে চিতাবাঘের আক্রমণে আহত হয়ে তেগভীর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় মাঠে কাজ করার সময় একটি চিতাবাঘ তেগভীরকে আক্রমণ করে। সেই সময় ক্ষেতে কাজ করছিলেন তেগভীর। তখনই ৯০ থেকে ১২০ কেজি ওজনের এই চিতাবাঘটি কাছাকাছি জঙ্গল থেকে বের হয়ে এসে তাঁর পেছন থেকে অতর্কিতে আক্রমণ করে। দৃষ্টিগোচর সাত মিনিটের এই নাটকীয় লড়াইয়ে, তেগভীর সাহসের সাথে একটি লাঠি ও খালি হাত ব্যবহার করে বন্য প্রাণীটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। লড়াইয়ের শেষে বাঘটির মৃত্যু হলেও গুরুতর আহত হয়েছেন তেগভীর।
পিছন থেকে আক্রমণ করে সোজা ওই ব্যক্তির ঘাড়ে থাবা বসায় চিতাটি। তাতেই আহত হলেও বাঘটিকে লাথি মেরে ফেলে দিয়ে পাল্টা আক্রমণ করেন তেগভীর। বাঘটির মুখ এবং ঘাড়ে বারবার আক্রমণ করেই সেটিকে ঘায়েল করেন তিনি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর আহত তেগভীর। লড়াই চলাকালীন প্রচুর রক্তক্ষরণ হয়েছে তাঁর।
বর্তমানে তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁকে সর্বদা নজরে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন বনদপ্তরের আধিকারিকরা। তাদের ঘিরে ক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনদপ্তরের গাফিলতির জেরেই চিতাটি লোকালয়ে ঢুকে পড়ে এবং আহত হতে হয় ওই ব্যক্তিকে।
