আজকাল ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের তথা টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।  কী কথা হল দু'জনের মধ্যে? এক্স হ্যান্ডেলে সে বিষয়ে নিজেই পোস্ট করেছেন মোদি। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার কথা প্রাধান্য পেয়েছে এই ফোনালাপে।

এক্সবার্তায় মোদি লিখেছেন, 'ইলন মাস্কের সঙ্গে কথা বললাম। অনেকগুলি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হল। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছিল, সেই বিষয়গুলিও উঠে এসেছে। প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারত যে আদর্শ স্থান হয়ে উঠছে তা তাঁকে জানিয়েছি। এছাড়া দুই রাষ্ট্র যে একে-অপরের সঙ্গে কাজ করতে ভীষণভাবে আগ্রহী, তাও আলোচনায় উঠে এসেছে।' 

 

?ref_src=twsrc%5Etfw">April 18, 2025

ভারতে ইলন মাস্কের টেসলা কাজ করতে আগ্রহী। ইতিমধ্যেই দেশের দুটি শহরে গাড়ির শোরুম বাড়া নেওয়া হয়েছে। টেসলা শোরুম ও কারখানা খুললেন  ভারতে কর্মসংস্থানের পরিসর তো বৃদ্ধি পাবেই, সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নতিও হবে। তাই এই আবহে মাস্ক-মোদি ফোনালাপ বেশ তাৎপর্যবাহী।

ট্রাম্প প্রশাসনের নয়া শুল্কনীতি নিয়ে গোটা বিশ্বজুড়ে আলোচনা পড়েছে। একাধিক দেশের মতো ভারতের ওপরও পাল্টা শুল্ক চাপিয়েছিল হোয়াইট হাউস। তবে চিন বাদে বর্ধিত শুল্ক অন্য়ান্য দেশের ক্ষেত্রে ৯০ দিনের জন্য তা স্থগিত রাখা হয়েছে। এই আবহে চিন দিল্লিকে কাছে পেতে আগ্রহী। আমেরিকার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছে। ঠিক সেই সময়ই ট্রাম্র প্রশাসনের অন্যতম কর্তা ইলন মাস্কের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক বেশ ইঙ্গিতবাহী।