আজকাল ওয়েবডেস্ক: শনিবার ছিল কুরবানির ঈদ 'ঈদ-উল-আযহা'। ওই দিন উত্তরপ্রদেশে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিজের গলার নলি কেটে আত্মহত্যা করেন। একটি ছোট্ট চিরকুট উদ্ধার হয়েছে। সেখানে লেখা রয়েছে, বৃদ্ধ নিজেকে "আল্লার উদ্দেশ্যে উৎসর্গ" করছেন।
মৃত ব্যক্তির নাম, ইশ মোহাম্মদ আনসারী। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে নিজের বাড়ির পাশের একটি কুঁড়েঘরের ভেতরে ছুরি দিয়ে নিজের গলা কেটেছিলেন। যন্ত্রণায় কাতর কান্না শুনে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ইশ মোহাম্মদ আনসারী। পুলিশের সহায়তায় বৃদ্ধকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গোরক্ষপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালেই শেষ নিস্বাস ত্যাগ করেন বৃদ্ধ আনসারী।
মৃতেক পরিবার জানিয়েছে, শনিবার সকাল ১০টা নাগাদ ঈদের নামাজ আদায় করে সুলতান সৈয়দ মখদুম আশরাফ শাহের দরগা থেকে ফিরে এসেছিলেন ইশ মোহাম্মদ আনসারী। সংবাদ সংস্থা পিটিআই-য়ের প্রতিবেদন অনুসারে বৃদ্ধের স্ত্রী হাজরা খাতুন বলেছেন, "বাড়ি ফিরে আসার পর আনসারী সরাসরি তাদের বাড়ির পাশের কুঁড়েঘরে চলে যান। সেখানেই তাঁকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছে।"
ঘটনাস্থলে পাওয়া একটি হাতে লেখা সুইসাইড নোট স্থানীয় বাসিন্দা এবং কর্তৃপক্ষকে হতবাক করে দিয়েছে। এতে লেখা ছিল, "একজন ব্যক্তি তাঁর নিজের সন্তানের মতো করে একটি ছাগল পালন করে। তারপর সেটিকে কুরবানি দেয়। সেটিও একটি জীবন্ত প্রাণী। আমাদের নিজেদেরকে কুরবানি করা উচিত। আমি নিজেকে আল্লার রসূলের নামে উৎসর্গ করছি।"
অতিরিক্ত পুলিশ সুপার অরবিন্দ কুমার ভার্মা বলেছেন, "প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে যে- আনসারি নিজেই নিজের গলার নলি কেটেছেন। তবে, আমরা সমস্ত দিক থেকে বিষয়টি তদন্ত করছি।"
