আজকাল ওয়েবডেস্ক:‌ বাড়ির সামনে চলছিল বাজি ফাটানো। যার প্রতিবাদ করেছিলেন বৃদ্ধ। তিন যুবকের সঙ্গে তা নিয়ে বচসায় জড়ান ওই বৃদ্ধ। তার জেরে বৃদ্ধকে বেধড়ক মারধর করে তিন যুবক, এমনটাই অভিযোগ। যার জেরে মৃত্যু হল বৃদ্ধের।


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধেয় হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ১৮ হাউসিং বোর্ড কলোনিতে। মৃতের পুত্র বিনোদ তিন যুবক রাজু, ধীরজ এবং নন্দুর নামে অভিযোগ দায়ের করেছেন। তাঁরা একই পাড়ার বাসিন্দা। অভিযোগ, কালীপুজোর দিন বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ির সামনে এসে রাস্তায় বাজি ফাটাচ্ছিল ওই তিন যুবক। এর প্রতিবাদ করেন বৃদ্ধ। তিনি দূরে কোথাও গিয়ে বাজি ফাটানোর পরামর্শ দেন অভিযুক্তদের। এতেই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। কথা কাটাকাটি সাময়িক ভাবে থামলেও রাতে ওই বাড়ির সামনে অভিযুক্তরা আবার ফিরে আসেন। তখন রাত একটা। এরপর তাঁদের বাড়ির সামনেই আবার বাজি ফাটাতে শুরু করে ওই তিন যুবক। এতেই ক্ষিপ্ত হন বৃদ্ধ। তিনি রাস্তায় বেরিয়ে বাজি ফাটানোর প্রতিবাদ করেন। এর পরেই বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে বৃদ্ধের পুত্র এবং পুত্রবধূকেও মারধর করা হয়। মারের চোটে রাতে বাড়ির সামনে রাস্তাতেই মৃত্যু হয় বৃদ্ধের। এরপরই ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্তরা। 
অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।