আজকাল ওয়েবডেস্ক: সাইবার প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন কর্ণাটকের বেলগাভি জেলার বাসিন্দা এক প্রবীণ দম্পতি। জানা গিয়েছে, ৮৩ বছর বয়সী দিয়াঙ্গো নাজারত নামে ওই বৃদ্ধ গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মঘাতী হন। তাঁর স্ত্রী, ৭৯ বছর বয়সী প্লাইভিয়ানা নাজারত বিষ খেয়ে প্রাণ হারান। সূত্রের খবর, দম্পতি একটি সুইসাইড নোট রেখে গেছেন। সেখানে তারা প্রতারকদের হুমকির কথা উল্লেখ করেছেন।
জানা গিয়েছে, প্রতারকরা নিজেদের দিল্লি ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা বলে পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে। ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তাদের মোবাইল নম্বর ও পরিচয়পত্র একটি অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়েছে। এই মামলা নিষ্পত্তির জন্য ৫ লাখ টাকা দাবি করে সাইবার দুষ্কৃতীরা। প্রতারকদের কথায় বিশ্বাস করে দম্পতি প্রথমে ৫ লক্ষ টাকা দিয়ে দেন। কিন্তু এরপর বারবার হুমকি ফোন আসতে থাকে।
ধাপে ধাপে আরও টাকা দাবি করতে থাকে। এভাবে প্রতারিত হয়ে মোট ৫০ লক্ষ টাকারও বেশি খুইয়ে বসেন তারা। জানা গিয়েছে, মহারাষ্ট্র সচিবালয়ের প্রাক্তন কর্মী এই দম্পতির কোনও সন্তান বা নিকটাত্মীয় ছিল না। ফলে, প্রতারণার বিষয়টি কাউকে জানাতে পারেননি তারা। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
প্রাথমিক অনুমান হিসেবে প্রথমে এই ঘটনাকে হত্যা বলে সন্দেহ করলেও পরবর্তীতে সুইসাইড নোট এবং মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে জানা যায় এটি আত্মহত্যার ঘটনা। ইতিমধ্যেই, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছি। কত টাকা প্রতারণা করা হয়েছে তা হিসাব করা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে’।
