আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত একই পরিবারের আট জন। আহত আরও অন্তত ছয় জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দামো জেলায়।
সকাল ১০.১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। নহাটা থানার অন্তর্গত সিমরি গ্রামের কাছে সুনার নদীর সেতুর উপর নিয়ন্ত্রণ হারান চালক। জানা গেছে, জবলপুর এলাকার ওই পরিবারের ১৫ জন সদস্য একটি গাড়িতে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারাতেই গাড়িটি সেতু ভেঙে নিচে পড়ে যায়। নদী শুষ্ক থাকায় উদ্ধারকাজ দ্রুত শুরু হয়।
যদিও পরিবারের বেশিরভাগ সদস্যকেই বাঁচানো যায়নি। মৃতদের মধ্যে পাঁচ জন মহিলা। যারা পরস্পরের বোন। এছাড়া মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলেই মারা যান ছয় জন। দু’জন শিশু মারা যায় স্থানীয় হাসপাতালে। জানা গেছে মৃত দুই শিশুর বয়স ৮ ও ১০।
আহতদের চিকিৎসা চলছে জবলপুর মেডিক্যাল কলেজে। গ্রিন করিডোর করে আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই পরিবার একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিল। তখনই ঘটে এই দুর্ঘটনা।
সোমবারই জবলপুর–রায়সন রোডে এক দুর্ঘটনায় একই পরিবারের ছয় জন মারা যান। আহত হন তিন জন। ঘটনার রেশ কাটতে কাটতেই ফের দুর্ঘটনা।
