আজকাল ওয়েবডেস্ক: তিনদিনের মধ্যে দ্বিতীয়বার শক্তিশালী ভূমিকম্প। আবারও জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। কম্পন অনুভূত হল দিল্লি-এনসিআর এবং জম্মু ও কাশ্মীরেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮।
ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টা ১৭ মিনিটে আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত হতাহতের এবং ক্ষয়ক্ষতির খবর নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান এবং তাজিকিস্তানের সীমান্ত এলাকায়। শ্রীনগর থেকে ৩৯৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল। যার জেরে কম্পন অনুভূত হয় ভারত এবং পাকিস্তানেও। এদিন দুপুরে কেঁপে ওঠে দিল্লি ও সংলগ্ন এলাকা। জম্মু ও কাশ্মীরেও কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কয়েকদিনের ব্যবধানে জোরালো ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল বুধবার আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। সেদিনও দিল্লি, জম্মু ও কাশ্মীর সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।
