আজকাল ওয়েবডেস্ক: চারদিকে কাঁঠালের গন্ধে মম। লোভ সামলাতে পারেননি মদ্যপ। কাঁঠালের লোভে সোজা গাছে উঠে পড়েছিলেন মাতাল। তারপরই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। টাল সামলাতে না পেরে ৫০ ফুট উপর থেকে সোজা মাটিতে পড়লেন ওই ব্যক্তি তারপর?

সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই মাতালের মাতলামি দেখা গিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আলি আসকার রোডের দূতাবাস অ্যাপার্টমেন্টের একজন নিরাপত্তারক্ষী কাঁঠাল গাছে উঠে পড়া ওই মদ্যপকে দেখতে পান। এরপরই তাঁকে চিৎকার করে গাছ থেকে নামতে বলেন। তাতে ওই ব্যক্তি চমকে ওঠেন। আরও উপরে উঠে পালানোর চেষ্টা করেন তিনি। এতেই পা পিছলে যায় তাঁর, একটি ডাল ধরে ঝুলতে থাকেন তিনি। কিছুক্ষণ পর ঝুলন্ত ডাল থেকে নীচে পড়ে যান।

 

?ref_src=twsrc%5Etfw">June 26, 2025

ঘটনার পরই ওই নিরাপত্তারক্ষী তখন পুলিশকে খবর দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। মাটিতে পড়ে গুরুতর আহত হয়েছেন মদ্যপ। একজন কর্মকর্তা বলেন, "লোকটির কোমরে গুরুতর আঘাত লেগেছে। তাঁকে বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"