আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ অবস্থায় স্ত্রীর আঙুল কামড়ে নেওয়ার অভিযোগে নয়ডায় সেক্টর ১২-র এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অনুপ মানচন্দা নামে ধৃত ওই ব্যক্তি বর্তমানে জেলবন্দি বলে জানিয়েছে পুলিশ। 

সেক্টর ২৪ স্টেশন ইনচার্জ শ্যাম বাবু শুক্লা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, মর্মান্তিক এই ঘটনাটি গত ১৬ এপ্রিল ঘটেছে।

শ্যাম বাবু শুক্লা বলেন, "অনুপ মানচন্দা বুধবার রাত ১০টা নাগাদ মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন। সারপর স্ত্রীকে মারধর শুরু করেন। অনুপ, স্ত্রীর বাম হাতের একটি আঙুল কামড়ে ধরেন। ওই আঙুল মহিলার হাতের তালু থেকে আলাদা হয়ে গিয়েছে।" 

১৭ এপ্রিল শশী মানচন্দা নামে ওই মহিলা অভিযোগ দায়ের করার পর মামলা দায়ের করা হয়।