আজকাল ওয়েবডেস্ক: এ যেন সাক্ষাৎ বিপদ! চাকা খুলে গিয়েছে। তবুও চালক গাড়ি চালিয়ে যাচ্ছেন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাড়ি, তবুও তাতে ভ্রূক্ষেপ নেই চালকের। মদ্যপ অবস্থায় সেই বেহাল গাড়ি নিয়েই তীব্র গতিতে শহরের ট্র্যাফিকের মধ্যে দিয়ে ছুটলেন এক যুবক। 

সম্প্রতি পুণেতে ঘটা এই ঘটনা দেখে তাজ্জব সকলে।দ্রুতগতিতে ছুটে চলছে গাড়ি। অভিযুক্ত চালক অত্যন্ত মদ্যপ অবস্থায় ছিলেন। জানা গিয়েছে, আরেকটুর জন্য এই গাড়ি ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও অন্যান্য চালকদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছিল। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। 

খবর পাওয়া মাত্রই নড়েচড়ে বসে ট্র্যাফিক পুলিশ। দ্রুত একটি চেকপোস্ট তৈরি করে গাড়িটিকে আটকানোর ব্যবস্থা করা হয়। অবশেষে বড় কোনও দুর্ঘটনা ঘটানোর আগেই সেটিকে থামানো সম্ভব হয়েছে। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, গাড়ির গতি এবং অবস্থা দেখে বোঝা যাচ্ছিল, অল্পের জন্য একটি বিরাট বিপদ এড়ানো গিয়েছে।

বর্তমানে ওই যুবকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আরও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, গতমাসেই গার্ডেনরিচ উড়ালপুলে দুর্ঘটনা। তাতে জখম হন কর্তব্যরত পুলিশকর্মী। রাতের শহরে ফের আহত পুলিশকর্মী। রাত ১:৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই সময়ে নিয়মিত নাকা চেকিং চলছিল উড়ালপুলে। ঠিক তখনই বেপরোয়া গতিতে আসা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গার্ড রেলে। ধাক্কার কারণে গার্ড রেল পড়ে গিয়ে জখম হন কর্তব্যরত সাব ইন্সপেক্টর রাজেশ মোদক ।  

জানা গিয়েছে গার্ডেনরিচ উড়ালপুলে ওই বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। বাঁ কানে আঘাত লাগে কর্তব্যরত সাব ইন্সপেক্টরের। রাতেই তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্ত বাইকআরোহীর নাম অর্জুন সিংহ। বয়স ১৮ বছর। তিনি গার্ডেনরিচ থানা এলাকার শ্যামলাল লেনের বাসিন্দা। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। হেলমেট না পরে বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও।