আজকাল ওয়েবডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়াবহ কাণ্ড ঘটালেন ১৮ বছরের এক যুবক। মঙ্গলবার সকালে গোয়ার পানাজিতে এই ঘটনা ঘটে। শাহীদ মোহররম আনসারি নামের ওই যুবক সজোরে গাড়িটিকে পিছন দিকে নিয়ে গিয়ে একটি দোকানে ধাক্কা মারে। এতে এক পথচারী গুরুতর জখম হয়েছেন। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে পানাজি বাজারের অত্যন্ত ব্যস্ত একটি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্মীদের নামিয়ে দেওয়ার পর ওই যুবক গাড়ি নিয়ে ফিরছিল। সেই সময় সে প্রথমে একটি পার্ক করা গাড়িতে ধাক্কা মারে। এরপরেই আচমকা নিয়ন্ত্রণ হারায়। অভিযোগ, অভিযুক্ত মদের নেশায় ছিল। এরপর সে অ্যাক্সিলারেটরে জোরে চাপ দেয়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে উল্টো দিকে ছুটতে থাকে।

গাড়িটি প্রথমে একটি স্কুটারে ধাক্কা মারে। তারপর ফুটপাতের উপর থাকা একটি দোকানে সজোরে ঢুকে যায়। সেই সময় ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন ৫০ বছরের মুকুল জোশি। দুর্ঘটনার জেরে তাঁর পা ভেঙে গিয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আর এক পথচারী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

দুর্ঘটনার পরই স্থানীয় মানুষজন অভিযুক্ত শাহীদকে ধরে ফেলেন। সকলে মিলে তাকে পুলিশের হাতে তুলে দেন। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

অন্যদিকে একই দিনে আরেক চাঞ্চল্যকর ঘটনা পুণেতে। চাকা খুলে গিয়েছে। তবুও চালক গাড়ি চালিয়ে যাচ্ছেন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাড়ি, তবুও তাতে ভ্রূক্ষেপ নেই চালকের। মদ্যপ অবস্থায় সেই বেহাল গাড়ি নিয়েই তীব্র গতিতে শহরের ট্র্যাফিকের মধ্যে দিয়ে ছুটলেন এক যুবক। 

সম্প্রতি পুণেতে ঘটা এই ঘটনা দেখে তাজ্জব সকলে।দ্রুতগতিতে ছুটে চলছে গাড়ি। অভিযুক্ত চালক অত্যন্ত মদ্যপ অবস্থায় ছিলেন। জানা গিয়েছে, আরেকটুর জন্য এই গাড়ি ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও অন্যান্য চালকদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছিল। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। 

খবর পাওয়া মাত্রই নড়েচড়ে বসে ট্র্যাফিক পুলিশ। দ্রুত একটি চেকপোস্ট তৈরি করে গাড়িটিকে আটকানোর ব্যবস্থা করা হয়। অবশেষে বড় কোনও দুর্ঘটনা ঘটানোর আগেই সেটিকে থামানো সম্ভব হয়েছে। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, গাড়ির গতি এবং অবস্থা দেখে বোঝা যাচ্ছিল, অল্পের জন্য একটি বিরাট বিপদ এড়ানো গিয়েছে।

বর্তমানে ওই যুবকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আরও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।