আজকাল ওয়েবডেস্ক: বইয়ের পাতা থেকে, কিংবা টিভির পর্দা থেকে একেবারে রাস্তায়। বাস্তবে। মোটরসাইকেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কেরামতি দেখাচ্ছে খোদ স্পাইডারম্যান। প্রথমদিকে অনেকেই একটু অবাক হয়ে, কৌতূহলের বশে দেখছিলেন না তেমনটা নয়। তবে, মাঝরাস্তায় কেরামতির কারণে, অকারণ ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। ঘটনা নজরে আসে পুলিশেরও। তারপরেই হাজার হাজার টাকা গুনতে হল স্পাইডারম্যানকে। স্পাইডারম্যানধারী যুবককে।

ওড়িশার রৌরকেল্লার ঘটনা। এক যুবক স্পাইডারম্যান পোশাক পরে, গাড়ি নিয়ে রাস্তা ঘাটে বেশ বিপজ্জনক কেরামতি দেখাচ্ছিলেন বলে অভিযোগ। একদিকে নানা বিপজ্জনক স্টান্ট, অন্যদিকে বালাই নেই হেলমেটের। বুধবারের ঘটনায় ওই এলাকায় বেশ হইচই পড়ে যায়। তাছাড়া ওই যুবকের মোটর সাইকেলে এমন এক পরিবর্তিত সাইলেন্সার লাগানো ছিল, তা থেকে বিকট শব্দ তৈরি হওয়ায়, বেশ বিরক্তিত বোধ করেন স্থানীয়রা। অভিযোগ তেমনটাই। 

পুলিশ তাঁকে আটক করে, জিজ্ঞাসাবাদ শুরু হয়। সূত্রের খবর, পুলিশি জেরায়, তদন্ত চলাকালীন ওই ব্যক্তি তাঁর কাজের ন্যায্যতা প্রমাণ করতে পারেননি। অবশেষে তার মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয় এবং তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য, হেলমেট না পরে মোটরসাইকেল চালানো, গতিসীমা লঙ্ঘন করা এবং পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারের অভিযোগে  তাঁর কাছে বিপুল অঙ্কের জরিমানা করা হয়েছে। 

আরও পড়ুন: বিরাট বিপত্তি সাত সকালে, ছিঁড়ে গেল ট্রেনের 'ওভারহেড' বিদ্যুৎ পরিবাহী তার, মাঝরাস্তায় দাঁড়িয়ে একের পর এক ট্রেন

উল্লেখ্য, দিনকয়েক আগেই, বাইক স্টান্ট করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। দুই মোটরসাইকেল আরোহী বিপরীত দিক থেকে দ্রুত গতিতে এসে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর ফলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এই ভয়াবহ দুর্ঘটনার পুরো দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। এমনকি ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দু'টি মোটরসাইকেল এক্সপ্রেসওয়ের দুদিক থেকে আসছে। অনুমান করা হচ্ছে, সম্ভবত দুজনেই স্টান্ট বা বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে তাঁরা একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, উভয় আরোহী মোটরসাইকেল থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১৩ই আগস্ট। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করেছে। মৃতদের নাম ৩১ বছর বয়সী রোহিত এবং ৪২ বছর বয়সী সুবোধ বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে। ঘটনার দিন কীভাবে এই ধরনের স্টান্টের সুযোগ তৈরি হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে কীভাবে বাইক নিয়ে ঢোকা সম্ভব হল এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে প্রশাসনিক স্তরে প্রশ্ন উঠে আসে। নিরাপত্তার অভাব, নজরদারির ঘাটতি এবং সঠিক নিয়ন্ত্রণের অভাবে এমন দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার দিনকয়েক আগে সামনে আসে আরও একটি ঘটনা। জানা যায়, অ্যারিজোনার ১৯ বছর বয়সী এক কিশোরী 'ট্রেন্ডিং'-এ ছড়িয়ে পড়া ঝুঁকিপূর্ণ এক ‘স্টান্ট' চেষ্টা করে।  তাঁর মৃত্যু হয়। একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও, এই সংখ্যা কমছে না।