আজকাল ওয়েবডেস্ক : ভাল কাজের ফল পেলেন তৃণমূলের দুই সাংসদ। বাড়তি দায়িত্ব দেওয়া হল তৃণমূল সাংসদ দোলা সেন এবং কীর্তি আজাদকে। এরা দুজনেই সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পাচ্ছেন। বাণিজ্য এবং রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ তৃণমূলের জন্য বরাদ্দ করেছে সরকার।
ওই দুই পদে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ দোলা সেনকে মনোনীত করছে রাজ্যের শাসকদল। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল খারাপ হওয়ার ফলে অনেক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ হাতছাড়া হতে চলেছে। তৃণমূলের পাওয়ার কথা ছিল দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ। সেই দুটি পদেই নতুন দায়িত্ব পেলেন দুই তৃণমূল সাংসদ।
তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দেখা করেন সংসদ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু। স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা হয় দুজনের। ওই বৈঠকেই ঠিক হয়, রাসায়নিক ও সার দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হবে কীর্তি আজাদকে। বাণিজ্য দপ্তরের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ রাখা হচ্ছে রাজ্যসভার সাংসদ দোলা সেনের জন্য।
