আজকাল ওয়েবডেস্ক: বিশাখাপত্তনমে প্রবল শোরগোল। শহরের বুকে জিপে চড়ে ঘুরছে সিংহ! দেখে হতবাক সকলে। কিন্তু, ভাল করে দেখতেই ঘোর কাটল। দেখতে সিংহের মত হলেও আসলে সেটা কী? 

ইশাক সিনকা অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করা হতেই তা ভাইরাল। ক্লিপটি ইতিমধ্যেই ১ কোটি ৮০ লক্ষেরও বেশি ভিউ হয়েছে।  ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশন ছিল, "@sultanvizag এর ভক্তরা।" ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একটি সিংহ জিপের সামনের দিকে বসে রয়েছে। চালকের আসনে তার মালিক সিংহটিকে ধরে রেখেছে। অবাক করা সেই কাণ্ড দেখেই পথচারী এবং মোটরচালকরা ছবি তুলতে শুরু করেন। তারা মুহূর্তের জন্য হলেও বিশ্বাস করেছেন যে জিপের উপর সিংহ বসে রয়েছে।

বিরল মুহূর্তটি ক্যামেরাবন্দী করার জন্য ভিড় জড়ো হয়েছিল। অনেকেই ছবি তুলতে এবং ভিডিও রেকর্ড করতে দেখা গিয়েছে। তবে ঘোর কাটতে বেশি সময় লাগেনি। ভাল করে দেখলেই বোঝা যাচ্ছে যে, সিং নয়, সেটি আসলে  ইংলিশ মাস্টিফ প্রজাতীর কুকুর। তাঁকেই সাজানো হয়েছে অবিকল সিংহের মত। 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ishak madeena vali sinka (@ishaksinka)