আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে সম্প্রতি একটি পোষা ল্যাব্রাডর গাড়ির ভেতর প্রচণ্ড গরমে আটকে শ্বাসরোধ হয়ে মারা যায়। ঘটনাটি বৃন্দাবনে একটি মন্দিরে প্রার্থনা করাকালীন ঘটে। মর্মান্তিক এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ চারিদিকে চাঞ্চল্য দেখা দিয়েছে৷
সর্বভারতীয় সসংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার শ্রিয়াদ হাসপাতালের কাছে এই ঘটনাটি ঘটে। গাড়ির ভেতরে কুকুরটির লড়াইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ক্ষোভের সৃষ্টি হয়। বৃন্দাবন দর্শনে আসা এক দম্পতি তাঁদের ৫ বছরের কুকুরকে গাড়ির ভেতরে রেখে যান। জানালা সামান্য খোলা অবস্থায়। একজন নিরাপত্তারক্ষী তাদের কুকুরটিকে সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেও, তাঁরা বলেন পোষ্য ঘুমাচ্ছে।
আরও পড়ুন - বদ্ধ ঘরে বীভৎস মৃত্যু, মৃত অবস্থায় পচাগলা দেহ উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর!
বিকেলের প্রচণ্ড গরমের সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন কুকুরটির মরিয়া কান্না শুনতে পেল। ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে গাড়ির চারপাশে ভিড় জড়ো হয়েছে। কুকুরটিকে উদ্ধার করার চেষ্টা করছে। নিষ্পাপ প্রাণীটি চালকের আসনের নিচে আটকা পড়ে আছে। নড়াচড়া করতে পারছে না, জিভ বের করে বাতাসের জন্য মরিয়া হয়ে হাঁপাচ্ছে। সকলে অনেক চেষ্টা চালায় প্রানীটিকে উদ্ধারের। প্রায় ৪৫ মিনিট পর যখন দরজাটি খোলা হয়,ততক্ষণে কুকুরটি শ্বাসরোধে মারা যায়।
স্থানীয়রা তৎক্ষণাৎ প্রাণীটির উপর জল ঢেলে রিকশা করে নিয়ে যায়। কিন্ত্য তাকে মৃত ঘোষণা করা হয়। মন্দির থেকে ফিরে এসে দম্পতি দেখতে পান তাদের গাড়ির কাছে ভিড় জমেছে। তাঁদের পোষা প্রাণীটি মারা গিয়েছে শুনে কান্নায় ভেঙে পড়েন। এই মৃত্যুর ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়েছে৷ এই ধরনের অবহেলার বিরুদ্ধে কঠোর আইন এবং শাস্তির দাবি জানিয়েছেন অনেকে। প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের অধীনেও পুলিশ তদন্ত শুরু করেছে।
