আজকাল ওয়েবডেস্ক : একেই হয়তো বলে চিকিৎসকের হাতযশ। অন্ধ্রপ্রদেশের এক টিকিৎসক এমনই এক কান্ড ঘটালেন। এক রোগীর মগজের বিরল অস্ত্রোপচার করা হল। সেটাও আবার তাকে অজ্ঞান না করে। রোগী দিব্যি জুনিয়র এনটিআর-এর সিনেমা দেখতে দেখতেই হয়ে গেল তার মগজের অপারেশন।

 

এই ধরণের একটি বিরল অপারেশন করে সকলের নজরে চলে এসেছেন ওই চিকিৎসক। ৫৫ বছরের ওই রোগীর মাথায় ব্রেন টিউমার হয়েছিল। বহুদিন ধরেই এই রোগে ভুগছিলেন ওই মহিলা। এরপরই চিকিৎসকরা ঠিক করেন তাঁর অপারেশন করা হবে। তাঁর মগজের বামদিকে হয়েছে ওই টিউমার।

 

বেসরকারি হাসপাতালে অপারেশনের খরচ যোগাতে পারেননি ওই মহিলা। ফলে তাঁকে সরকারি হাসপাতালের দ্বারস্থ হতে হয়। এরপরই হয় এই বিরল অপারেশন। তবে মহিলাকে অজ্ঞান না করে এই অপারেশন করানো ছিল বড় চ্যালেঞ্জ। সেই কারণেই তাঁকে তার প্রিয় অভিনেতার ছবি টানা দেখিয়ে যাওয়া হয়। এরপর টানা আড়াই ঘন্টার অপারেশনের পর মহিলার মাথা থেকে বের করে নিয়ে আসা হয় টিউমারটি।

 

চিকিৎসকরা জানান ৫ দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে ওই মহিলাকে। তবে অবাক করা ঘটনা হয় এই সময়ে কোনও ধরণের ব্যথা অনুভব করেননি এই মহিলা। তবে ভারতের বুকে এটাই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এই ধরণের অপারেশন করেছে চিকিৎসকরা।