আজকাল ওয়েবডেস্ক: ভারতের আইনি কর্মকর্তারা কখনই স্কাইপে আপনার সঙ্গে যোগাযোগ করবে না, ঠিক এই মর্মে সতর্কবার্তা জারি করল স্কাইপ কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরেই দেশ উত্তাল ডিজিটাল অ্যারেস্ট নিয়ে। ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না এই নিয়ে সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে সরকারের তরফে।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জাল ছড়িয়েছে প্রতারকেরা। পুলিশ কিংবা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে কোনও একটি ছদ্মবেশ ধরে কল আসছে ফোনে। দাবি করা হচ্ছে উচ্চপদস্থ আধিকারিক বলে। এরপর বলা হচ্ছে সিম ব্যবহার করে কিংবা আধার কার্ড ব্যবহার করে অনৈতিক কাজ করেছেন তাই আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে। ঘাবড়ে গেলেই হচ্ছে বিপদ। এবার টাকার দাবি করছে পুলিশ সেজে থাকা প্রতারকেরা। বাঁচতে তাদের কথা মত কাজ করে টাকা খুঁইয়েছেন তারা।
তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, এই কেলেঙ্কারিতে ব্যবহৃত ১০০ টি ব্যাংক অ্যাকাউন্ট এর সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু সাইবার প্রতারকেরা মুহূর্তেই নতুন অ্যাকাউন্ট তৈরি করে ফেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল অ্যারেস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন, এর কোনও ভিত্তি নেই। তাই এরকম দাবি করে কোনও ফোন এলেই ১৯৩০ তে কল করে অভিযোগ জানাতে। কিংবা নিকটবর্তী থানায় গিয়ে যোগাযোগ করুন।
স্কাইপ এবার জারি করল সতর্কবার্তা। তাদের তরফ থেকে জানানো হয়েছে, সন্দেহজনক মেসেজ এলেই রিপোর্ট করার জন্য। রিপোর্ট করতে চাইলে রাইট ক্লিক করতে হবে বা দীর্ঘক্ষণ প্রেস করে থাকুন। এছাড়াও নিয়ন্ত্রণ করতে পারেন ইনকামিং কল। সেক্ষেত্রে সেটিংস এ গিয়ে গোপনীয়তায় নিজের পছন্দ বাছুন। চাইলে অপছন্দের ব্যবহারকারীদের ব্লক করতে প্রোফাইলে যান। সেখানে অপশন পেয়ে যাবে যোগাযোগ ব্লক করার।
গত কয়েকদিনে কেউ লাখ, কেউ কোটি টাকা পর্যন্ত খুইয়েছেন এই ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে। তাই বারবার সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। এবার স্কাইপের মত অনলাইন ভিডিও অ্যাপ সংস্থাও জানিয়ে দিল এইভাবে কোনও ভিডিও কল এলে তাতে বিশ্বাস না করতে।
