আজকাল ওয়েবডেস্ক: দেশে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় উল্টে গেল ডাউন ডিব্রুগড় এক্সপ্রেস। জানা গিয়েছে, চন্ডীগড় থেকে অসমের ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি। দুপুর আড়াইটে নাগাদ ঝিলাহি স্টেশনের কাছে হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। প্রায় ১০ থেকে ১২টি কামরা বেলাইন হয়ে পড়ে। পুরোপুরি উল্টে যায় ট্রেনের তিনটি বগি। মূলত এসি কোচগুলি বেশি ক্ষতিগ্রস্ত বলে খবর স্থানীয় সূত্রে। আহত এবং মৃত্যুর সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা না গেলেও বহু হতাহতের আশঙ্কা রয়েছে। কয়েকজনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।



ঘটনার সঙ্গে সঙ্গে প্রাথমিক ভাবে উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সবার আগে যাত্রীদের সুরক্ষিত করার ব্যবস্থা করছে রেল। পাশাপাশি, আটকে পড়া যাত্রীদের ফেরাতে ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে রিলিফ ট্রেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। তবে রেলের তরফে সরকারি ভাবে কোনো ঘোষণা হয়নি। চোট গুরুতর হলে লখনৌ নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হতে পারে রেলের তরফে। গত জুন মাসে পশ্চিমবঙ্গে ফাঁসিদেওয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই ঘটনার পর মাস পেরোতে না পেরোতেই ফের দেশে রেল দুর্ঘটনা।